ফোন নম্বর সেভ না করে কিভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যায়?
ধাপ-৩: আপনি এখন "চ্যাট করা চালিয়ে যান" শব্দ সহ একটি সবুজ বাক্স দেখতে পাবেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রিডাইরেক্ট করতে এটিতে ক্লিক করুন।
ধাপ-4: আপনি সেখানে ফোন নম্বর সহ একটি নতুন চ্যাট উইন্ডো দেখতে পাবেন। আপনি এখন নম্বরটির সাথে চ্যাট করতে পারেন।
যদি চ্যাট করার জন্য নতুন উইন্ডো ওপেন না হয়, তার মানে হচ্ছে ওই লোকটির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই।
এছাড়া ট্রুকলার অ্যাপসে গিয়ে নাম্বার সার্চ করে, নাম্বারটিতে ক্লিক করে ওপেন করলে দেখতে পাবেন নাম। তার নিচে হোয়াটসঅ্যাপের লোগো দেখতে পাবেন, সেই লোগোতে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে হোয়াটসঅ্যাপে ওপেন হবে চ্যাট উইন্ডো। এরপর আপনি নিশ্চিন্তে চ্যাট করতে পারবেন নাম্বার সেভ না করেই।
আবার গুগল ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে টাইপ করুন "wa.me/countrycode+phonenumber"
যেমন "wa.me/+919876543210" , টাইপ করে ওকে করলেই অটোমেটিক ওপেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে একটি নতুন চ্যাট উইন্ডো ওপেন হবে, তারপর আপনি নিশ্চিন্তে চ্যাটিং করতে পারেন।
আপাতত এই তিন রকম ভাবে নাম্বার সেভ না করেই, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন