পেটিএম পোস্টপেইড কি?
পেটিএম পোস্টপেইড এর মাধ্যমে 60000 টাকা পর্যন্ত লোন পাওয়া যায় কোনো রকম সুদ ছাড়াই। এই লোন দিয়ে কেনাকাটা বা বিল পেমেন্ট, রিচার্জ, টিকিট বুকিং, ইত্যাদি করা যায়। এই মাসে যে টাকা খরচ করবেন পরের মাসে 1th থেকে 7th তারিখের মধ্যে টাকা ফেরত দিতে হবে। পেটিএম পোস্টপেইড চালু করতে আপনার প্যান কার্ড, আধার কার্ড, ইমেল আইডি ইত্যাদি ডকুমেন্টস লাগবে।
এছাড়া পেটিএম পোস্টপেইড এর খরচ করা টাকা, একসাথে দিতে না পারলে 6টি মাসিক কিস্তিতেও পরিশোধ করা যায়। পেটিএম পোস্টপেইড লোনের ল্যান্ডিং পার্টনার Clix Finance, Aditya Birla Finance Limited এবং SMFG INDIA CREDIT ইত্যাদি কোম্পানি।পেটিএম পোস্টপেইড কত প্রকার?
ক্রেডিট স্কোর এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এর উপর ভিত্তি করে পেটিএম পোস্টপেইড পে লেটার লিমিট দেওয়া হয়। কোনো কোনো ব্যাক্তির ক্ষেত্রে প্রথমবার আবেদন করার সঙ্গে সঙ্গে পেটিএম পোস্টপেইড এক্টিভ করে দেওয়া হয়, আবার কোনো কোনো ব্যাক্তির ক্ষেত্রে প্রথমবারেই পেটিএম পোস্টপেইড এক্টিভ করে দেওয়া হয় না। আবেদন করার পর এপ্রুভাল হলে সিভিল স্কোর অনুযায়ী তিন প্রকার ক্যাটাগরীর মধ্যে যে কোনো একটি ক্যাটাগরীর পেটিএম পোস্টপেইড এক্টিভ করে দেওয়া হয়। পেটিএম পোস্টপেইড এর প্রকার -
১) Delite ক্যাটাগরীর ব্যবহারকারীরা 60000 টাকা পর্যন্ত লিমিট পাবে ও বিল পেমেন্ট করার সময় কোনো কনভেনশন ফি দিতে হবে না।
২) Lite ক্যাটাগরীর ব্যবহারকারীরাও 60000 টাকা পর্যন্ত লিমিট পাবে এবং কিন্তু কনভেনশন ফি দিতে হবে 1% থেকে 3%।
৩) Mini ক্যাটাগরীর ব্যবহারকারীরা 250 থেকে 1000 টাকা পর্যন্ত লিমিট পাবে এবং কনভেনশন ফি দিতে হবে 1% থেকে 3%।
পেটিএম পোস্টপেইড দ্বারা কি কি সুবিধা পাবেন?
পেটিএম পোস্টপেইড এর মাধ্যমে 60000 টাকা পর্যন্ত লিমিট পেতে পারেন। পেটিএম পোস্টপেইড চালু করতে 2 মিনিটেরও কম সময় লাগে। পেটিএম পোস্টপেইড এর কোনো হিডেন চার্জ নেই। পেটিএম পোস্টপেইড এর মাধ্যমে বিল পেমেন্ট, টিকিট বুকিং, রিচার্জ ইত্যাদি করা যায়। এছাড়া কিছু অনলাইন ও অফলাইন মার্চেন্টদের পেমেন্ট করা যায়। ব্যবহারকারীরা 30 দিন পর্যন্ত সুদমুক্ত লোন পান। পেটিএম পোস্টপেইড এর মাধ্যমে দ্রুত 1 ক্লিকেই পেমেন্ট করা যায়। পেটিএম পোস্টপেইড এর লিমিট এই মাসে খরচ করুন এবং পরের মাসে 1th থেকে 7th তারিখের আগে পরিশোধ করুন বা খরচ করা টাকা 6 মাস পর্যন্ত সহজ মাসিক কিস্তিতে (EMIs) রূপান্তর করুন, এর জন্য কিন্তু সুদ দিতে হবে। সময়মত বিল পরিশোধ করুন এবং ক্রেডিট স্কোর বাড়ান। যাদের কোনো সিভিল স্কোর নেই, তাদেরও ক্রেডিট হিস্ট্রি তৈরী হবে।কিভাবে পেটিএম পোস্টপেইড চালু করবেন?
পেটিএম পোস্টপেইড চালু করা খুবই সহজ। পেটিএম অ্যাপ্লিকেশনে লগইন করুন। পেটিএম পোস্টপেইড অপশন এ ক্লিক করুন। অথবা খুজে না পেলে সার্চ বক্সে পেটিএম পোস্টপেইড লিখে সার্চ করুন। এরপর দেখুন পেটিএম পোস্টপেইড এপ্লাই করার অপশন আসছে কি না, যদি না থাকে তাহলে কিছুদিন পর আবার চেক করুন। যদি এপ্লাই করার অপশন থাকে তাহলে এপ্লাই করুন। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল আইডি, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি আগে থেকেই ফিলাপ করা থাকবে, এপ্লাই করার আগে চেক করে নিবেন সবকিছু ঠিক আছে কিনা। এপ্লাই করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তারপর এপ্লাই করবেন, এরপর ক্রেডিট স্কোর অনুযায়ী লিমিট পাবেন।পেটিএম পোস্টপেইড চালু করার জন্য কি কি লাগবে?
১. Paytm অ্যাকাউন্ট।২. একটি বৈধ প্যান কার্ড।
৩. একটি বৈধ আধার কার্ড ও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
৪. ইমেইল আইডি।
৫. বয়স 20 বছরের বেশি হতে হবে।
৬. ভারতীয় নাগরিক হতে হবে।
৭. কোন গ্যারান্টারের প্রয়োজন নেই।
পেটিএম পোস্টপেইড এর সীমাবদ্ধতা কি কি?
পেটিএম পোস্টপেইডের সীমাবদ্ধতা হল-1. লোন লিমিট সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না। অনেক এপসের মাধ্যমে ট্রান্সফার করা যায়, কিন্তু সেই এপসগুলি চার্জ নেয়।
2. শুধুমাত্র কিছু কিছু মার্চেন্টকে পেটিএম পোস্টপেইড এর মাধ্যমে পেমেন্ট করা যায়।
3. P2P পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে না অর্থাৎ সাধারণ ব্যাক্তিকে পেটিএম পোস্টপেইড এর মাধ্যমে পেমেন্ট করা যাবে না।
পেটিএম পোস্টপেইড বিল কিভাবে পেমেন্ট করবেন?
পেটিএম অ্যাপ ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে পেটিএম পোস্টপেইড অপশনে গিয়ে ইউপিআই, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবে। এই মাসে খরচ করা টাকা পরের মাসে 1th থেকে 7th তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে।পেটিএম পোস্টপেইড এ কি ইএমআই সুবিধা পাবেন?
হ্যাঁ, পেটিএম পোস্টপেইড ব্যবহারকারী যদি খরচ করা টাকা একসাথে দিতে না পারে তখন তিনি EMI এর মাধ্যমে টাকা দিতে পারেন। খরচ করা টাকা EMI তে কনভার্ট করতে আগে খরচ করা টাকার 10% পেমেন্ট করতে হবে। ইএমআই তে কনভার্ট করার সুবিধা সবাইকে দেওয়া হয় না।পেটিএম পোস্টপেইড কিভাবে ব্যবহার করবেন?
ব্যবহারকারীদের প্রথমে পেটিএম অ্যাপে পেটিএম পোস্টপেইড চালু করতে হবে। পেটিএম পোস্টপেইড চালু করার পরে, পেটিএম অ্যাপে যে কোনো পেমেন্ট করার সময় পেটিএম পোস্টপেইড অপশনটি সিলেক্ট করে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন।পেটিএম পোস্টপেইড দ্বারা অতিরিক্ত চার্জ
ক্যাটাগরী অনুযায়ী পেটিএম পোস্টপেইড ব্যবহারকারীকে 0% থেকে 3% কনভেনশন ফি ও জিএসটি চার্জ দিতে হবে বিলের সাথে। লেট ফি 0 থেকে 500 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। বিল EMI তে কনভার্ট করলে 36% পর্যন্ত বার্ষিক সুদ চার্জ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন