পাঞ্জাব ব্যাঙ্কের এটিএম কার্ড কিভাবে এপ্লাই করবে?
পাঞ্জাব ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বাড়িতে থেকেও পাঞ্জাব ব্যাঙ্কের এটিএম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এরজন্য অ্যাকাউন্ট এর সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আবার ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমেও এটিএম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। 18001802222 এই নাম্বারে ফোন করে এটিএম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন।
পাঞ্জাব ব্যাঙ্কের এটিএম কার্ডের পিন তিন ভাবে তৈরি করা যায়। নতুন এটিএম কার্ড হলে প্রথমে এটিএম মেশিনের মাধ্যমে পিন তৈরি করা যাবে। পুরনো এটিএম কার্ডের পিন অনলাইনের মাধ্যমেও চেঞ্জ করা যাবে।
এটিএম মেশিনের মাধ্যমে কিভাবে পিন তৈরি বা চেঞ্জ করা যাবে?
১) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে যান।২) কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করুন।
৩) ভাষা চয়ন করুন।
৪) জেনারেট পিন অপশন টিপুন।
৫) ওটিপি জেনারেট অপশন টিপুন।
৬) অ্যাকাউন্ট নাম্বারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে।
৭) এটিএম কার্ডটি বার করুন।
৮) এটিএম কার্ড টি আবার মেশিনে ইনসার্ট করুন।
৯) আবার ভাষা চয়ন করুন।
১০) জেনারেট পিন অপশন টিপুন।
১১) ওটিপি ভ্যালিডেশন অপশন টিপুন।
১২) ছয় সংখ্যার ওটিপি দিয়ে ইয়েস টিপুন।
১৩) চার সংখ্যার নতুন এটিএম পিন দিন যা আপনি দিতে চান।
১৪) আবার চার সংখ্যার নতুন এটিএম পিন দিন।
১৫) পিন সাকসেস ভাবে সেট হয়ে যাবে।
১৬) এটিএম কার্ডটি বের করে নিন।
ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কিভাবে পিন তৈরি বা চেঞ্জ করবেন?
আগে থেকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার থাকলে তবেই এটিএম কার্ডের পিন বানাতে বা চেঞ্জ করতে পারবেন।১) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট লগিন করুন।
২) ভ্যালু এডেড সার্ভিসেস তে ক্লিক করুন।
৩) কার্ড রিলেটেড সার্ভিস তে ক্লিক করুন।
৪) সেট/রিসেট ডেবিট কার্ড পিন অপশন ক্লিক করুন।
৫) অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করুন।
৬) কার্ড নাম্বার, এক্সপাইরি তারিখ দিন।
৭) রেজিস্টার মোবাইলে একটি ওটিপি আসবে , সেই ওটিপি নাম্বার দিয়ে সাবমিট করুন।
৮) তারপর চার সংখ্যার নতুন পিন নম্বর দুইবার দিয়ে সাবমিট করুন।
৯) সাকসেসফুল ভাবে এটিএম পিন সেট হয়ে যাবে।
PNB One App থেকে কিভাবে পিন নম্বর বানাবেন বা চেঞ্জ করবেন?
আগে থেকে মোবাইল ব্যাংকিং রেজিস্টার থাকলে তবেই এটিএম কার্ডের পিন তৈরি বা চেঞ্জ করতে পারবেন।১) PNB One App লগিন করুন।
২) সার্ভিস অপশন ক্লিক করুন।
৩) ডেবিট কার্ড অপশনে ক্লিক করুন।
৩) জেনারেট গ্রিন পিন অপশনে ক্লিক করুন।
৪) অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে কন্টিনিউ করুন।
৫) এরপর কার্ড নাম্বার, এক্সপাইরি তারিখ এবং ওটিপি বসিয়ে কন্টিনিউ করুন।
৬) ওটিপি পাওয়ার জন্য রেজিস্টার মোবাইল থেকে DCPIN<space>Card Number লিখে এই নাম্বারে এসএমএস করুন 5607040 / 9264092640 । এইভাবে এসএমএস করুন DCPIN 4723XXXXXXXXXXXX.
৭) এরপর নতুন পিন নম্বর দুইবার দিয়ে সাবমিট করলেই সাকসেসফুল ভাবে পিন সেট হয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন