Mobikwik Zip Paylater কি?

Zip Paylater হচ্ছে Mobikwik এর একটা লোন সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে ৬০ হাজার টাকা পর্যন্ত লিমিট দেওয়া হয়। ক্রেডিট কার্ডের মতো সেই লিমিটের টাকা এই মাসে খরচ করে পরের মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ফেরত দিতে হবে।

Mobikwik Zip Paylater দিয়ে কি কি করতে পারবে?

Zip Paylater এ ৬০ হাজার টাকা পর্যন্ত লিমিট পাবে। এই লিমিট দিয়ে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, ডিটিএইচ রিচার্জ, গ্যাস বুকিং, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, রেন্ট পেমেন্ট ইত্যাদি সার্ভিস ব্যবহার করা যাবে। এছাড়া কিছু কিছু মার্চেন্ট এর কিউ আর কোডে পেমেন্ট করা যায়।

Mobikwik Zip Paylater বিল কখন দিতে হবে?

নতুন যারা Mobikwik Zip Paylater ব্যবহার করবে তাদেরকে ১ থেকে ১৫ তারিখের মধ্যে যে লিমিট ব্যবহার করবে, তা ১৬ থেকে ২০ তারিখের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। ১৬ থেকে ৩০ বা ৩১ তারিখের মধ্যে যে লিমিট ব্যবহার করবে তা পরের মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। আর যারা পুরনো ইউজার তাদের জন্য এক থেকে ৩০ তারিখ বা ৩১ তারিখের মধ্যে যে লিমিট ব্যবহার করবে, পরের মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বিল পেমেন্ট করতে হবে।

কারা Mobikwik Zip Paylater এর জন্য এপ্লাই করতে পারবে?

যে কেউ Mobikwik Zip Paylater অ্যাপ্লাই করতে পারবে। ক্রেডিট স্কোর ভালো হলেই লিমিট পাবে সেই লিমিট ব্যবহার করতে পারবে কোনরকম সুদ ছাড়াই। শুধু প্রথমবার Mobikwik Zip Paylater চালু করতে ৯৯ টাকা থেকে ৩৯৯ টাকা পর্যন্ত চার্জ লাগবে।

Mobikwik Zip Paylater এর বিল টাইমে পেমেন্ট না করলে কি হবে?

Mobikwik Zip Paylater এর বিল টাইমে পেমেন্ট না করলে চার্জ দিতে হবে আর ক্রেডিট স্কোর কম হবে, ক্রেডিট স্কোরে লেট পেমেন্ট আপডেট হবে এর ফলে পরে লোন ও ক্রেডিট কার্ড নিতে অসুবিধা হবে। বিল টাইমে পেমেন্ট না করলে বাউন্স চার্জ ২৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, তার সাথে যত লিমিট ব্যবহার করবে তার সাথে ২.৫% চার্জ দিতে হবে। আর তার সাথে যত লিমিট ব্যবহার করবে তার ০.১০% প্রতিদিন চার্জ অতিরিক্ত পেমেন্ট করতে হবে (২৫০ থেকে ৫০০ টাকা + ২.৫% + ০.১০%)। সময় মত বিল পেমেন্ট করলে কোনো চার্জ দিতে হবে না।

Mobikwik Zip Paylater এর লিমিট ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা যাবে?

Mobikwik Zip Paylater এর লিমিট ব্যালেন্স সরাসরি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা যাবে না। ব্যাংক একাউন্টে লিমিট ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে রেন্ট পেমেন্টের মাধ্যমে কিছু চার্জ দিয়ে ট্রান্সফার করা যাবে। এছাড়া মার্চেন্ট কিউআর কোড এর মাধ্যমেও কোনরকম চার্জ ছাড়াই ব্যাংক একাউন্টে লিমিট ব্যালেন্স ট্রান্সফার করা যাবে তবে সব মার্চেন্ট কিউআর কোড এ এই সুবিধা পাওয়া যাবেনা।

Mobikwik Zip Paylater এর লেন্ডিং পার্টনার কে কে?

Mobikwik Zip Paylater এর লেন্ডিং পার্টনার হচ্ছে IDFC bank, Lendbox, SMFG India Credit, Northern ARC ও Hero Fincorp ইত্যাদি।

MobiKwik Zip Paylater কিভাবে বন্ধ করবেন?

মোবিকুইক জিপ পে লেটার বন্ধ করার জন্য feedback@mobikwik.com এই ইমেল আইডিতে মেইল করতে হবে। জিপ পে লেটার বন্ধ করার অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট নিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন