You Follow Facebook Content Monetization Policy and Page Not Eligible

 ইউটিউবের মতো এখন ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়। ফেসবুক প্রোফাইল বা পেজে লং ভিডিও, রিলস, ফটো, লেখালেখি করে আয় করা যায়। অনেকে জানে না ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ মনে হলেও আসলে কিন্তু সহজ নয়। ফেসবুক থেকে আপাতত ছয় রকম ভাবে ইনকাম করা যায়।

 ১. স্টার: স্টার অপশনের মাধ্যমে ইনকাম করা যায়। স্টার অপশন চালু করার জন্য মিনিমাম ৫০০ ফলোয়ার ও ৩০ দিনের পুরনো প্রোফাইল বা পেজ হতে হবে।

 ২. বোনাস: তারপর বোনাস অপশনের মাধ্যমে ইনকাম করা যায়। বোনাস অপশন তখনই পাবে যখন প্রোফাইল বা পেজের রিচ ভালো থাকবে। বোনাস অপশন ফেসবুক নিজে থেকেই দেয় এর জন্য কোন ক্রাইটেরিয়া নেই।

৩. এডস অন রিলস: তারপর এডস অন রিলস অপশন এর মাধ্যমে ইনকাম করা যায়। এডস অন রিলস অপশন পেতে রিলস ভিডিও রেগুলার আপলোড করতে হবে। রিলস ভাইরাল হলেই এডস অন রিলস অপশন পাবে।

৪. ইন স্ট্রিম এডস: এই অপশন পাওয়ার জন্য রেগুলার বড় ভিডিও আপলোড করতে হবে। আর মিনিমাম ৫০০০ ফলোয়ার থাকতে হবে। আর দুমাসে ৬০০০০ মিনিট ওয়াচটাইম পুরণ করতে হবে। তবেই ইন স্ট্রিম এডস অপশন পাবে।

৫. লাইভ এডস: এই অপশন পাওয়ার জন্য মিনিমাম ১০০০০ ফলোয়ার লাগবে। আর রেগুলার লাইভ স্ট্রিমিং করতে হবে। দুমাসে ভিডিও ওয়াচটাইম ৬০০০০০ মিনিট পুরন করতে হবে ও লাইভ ওয়াচটাইম ৬০০০০ পুরন করতে হবে।

৬. সাবস্ক্রিপশন: এই অপশন পাওয়ার জন্য মিনিমাম ১০০০০ ফলোয়ার লাগবে। আর দুমাসে ৫০০০০ এনগেজমেন্ট বা ১৮০০০০ ওয়াচটাইম পুরণ করতে হবে।

এছাড়া এই সবগুলো অপশন চালু করতে You Follow Facebook Content Monetization Policy ঠিক থাকতে হবে। এটি ঠিক না থাকলে ছটি অপশনের কোনোটাই চালু হবে না। এটি সবার দ্বারা ঠিক রাখা সম্ভব নয়। সবকিছু জানলে ঠিক রাখা খুবই সোজা। এর সাথে আর একটি প্রবলেম আসে সেটি হলো Page Not Eligible. You Follow Facebook Content Monetization Policy and Page Not Eligible নতুন প্রোফাইল বা পেজে ৩০ দিন পর অটোমেটিক ঠিক হয়ে যায়। যদি ঠিক না তার মানে প্রোফাইল বা পেজে প্রবলেম আছে। আগে সেগুলো ঠিক করতে হবে। প্রথমে রেকমেন্ডেশন চেক করতে হবে সেখানে রেকমেন্ডেবেল থাকতে হবে। Page Not Eligible আর Profile Not Eligible দুটো এক‌ই জিনিস। পেজের ক্ষেত্রে Page Not Eligible দেখাবে, আর প্রোফাইল এর ক্ষেত্রে Profile Not Eligible দেখাবে।

Page বা Profile Not Eligible প্রবলেম রিমুভ করা খুবই সোজা। নতুন প্রোফাইল বা পেজের ক্ষেত্রে ৩০ দিন অপেক্ষা করতে হবে। ৩০ দিন পর যদি না যায় তার মানে হচ্ছে রেগুলার পোস্ট করছেন না ও নিয়মিত এক্টিভ নন। প্রতিদিন কিছু না কিছু পোষ্ট করতে হবে দিলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। যদি আগে থেকে মনিটাইজেশন অন থাকে তাহলে Page Not Eligible প্রবলেম আসলেও কোনো অসুবিধা হবে না, যদি মনিটাইজেশন অন করা নেই তাহলে যতক্ষণ না Page Not Eligible প্রবলেম রিমুভ হচ্ছে ততদিন পর্যন্ত মনিটাইজেশন চালু হবে না।

You Follow Facebook Content Monetization Policy ঠিক করতে ধৈর্য রাখতে হবে। আর সাথে কিছু নিয়ম মেনে চললেই সব ঠিক হয়ে যাবে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো নিজের অরিজিনাল কনটেন্ট পোস্ট করতে হবে। অন্যের কনটেন্ট চুরি করে পোস্ট করা যাবে না। নিজের অরিজিনাল কনটেন্ট হলে এক‌ই জিনিস একের বেশি বা একটি পেজ বা প্রোফাইলে জাড়া অন্য পেজে বা প্রোফাইলে পোস্ট করবে না। রিলস ভিডিওতে গান ব্যবহার করা যাবে না, রিলসে গান ব্যবহার করলে ডিলিট করে দিতে হবে। আসল কথা হলো নিজের অরিজিনাল কনটেন্ট পোস্ট করতে হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন