Upi pin set

 আরবিআই (RBI) ব্যাঙ্কদের অনুমতি দিয়েছে আধারের মাধ্যমে ইউপিআই (UPI) পিন সেট ও চেঞ্জ করার। এখন আর এটিএম বা ডেবিট কার্ড না থাকলেও ইউপিআই (UPI) পিন সেট ও চেঞ্জ করা যায়। আধারের মাধ্যমে ইউপিআই পিন সেট করার জন্য আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক।


কিভাবে আধারের মাধ্যমে ইউপিআই পিন সেট ও চেঞ্জ করা যায়?

১) আপনার পছন্দের যে কোনো একটি ইউপিআই এপস ইন্সটল করুন, যেমন - ফোনপে, পেটিএম, জিপে, অ্যামাজন পে ইত্যাদি।

২) মোবাইল নাম্বার দিয়ে ইউপিআই এপসটি রেজিস্টার করুন।

৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করুন , যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে।

৪) তারপর সেট ও রিসেট পিন অপশন ক্লিক করুন।

৫) আধারের মাধ্যমে ইউপিআই পিন সেট ও ডেবিট কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট অপশনের মধ্যে, আধারের মাধ্যমে ইউপিআই পিন সেট অপশনটিতে ক্লিক করুন।

৬) আধারের প্রথম ৬ টি সংখ্যা দিন। তারপর দুটি ওটিপি আসবে, একটি ব্যাঙ্ক থেকে ও আরেকটি আধার থেকে।

৭) দুটো ওটিপিই দিন।

৮) নতুন পিন দিন ৪ অথবা ৬ সংখ্যার।

৯) পুনরায় নতুন পিন দিয়ে কনফার্ম করলেই ইউপিআই পিন সেট হয়ে যাবে।


ইউপিআই পিন কাউকে জানাবেন না। টাকা চেক করতে ও টাকা পাঠাতে ইউপিআই পিন লাগে। টাকা অ্যাকাউন্টে নিতে ইউপিআই পিন লাগে না। পিন মনে রাখবেন যাতে পুনরায় আবার সেট করতে না হয়। তিনবারের বেশি পিন ভুল দিলে ২৪ ঘন্টার জন্য ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে টাকা চেক ও হবে না, আর টাকা পাঠানোও হবে। ব্লক হয়ে গেলে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, আর অপেক্ষা করতে না পারলে পিন চেঞ্জ করতে হবে। পিন চেঞ্জ এক‌ইভাবে করতে হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন