Axis Bank ATM card pin set


অ্যাক্সিস ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলেছেন, নতুন এটিএম কার্ড পেয়েছেন। এই আর্টিকেল টি পড়লে জানতে পারবেন কিভাবে এটিএম পিন বানাতে হয়। এটিএম পিন চার রকম ভাবে তৈরি করা হয়। -

ক) এটিএম মেশিনের মাধ্যমে :

আপনার কাছাকাছি অ্যাক্সিস ব্যাংকের এটিএম মেশিনে যান। অন্য ব্যাংকের এটিএম মেশিনে হবে না।
১) অ্যাক্সিস ব্যাংকের এটিএম মেশিনে এটিএম কার্ড ঢুকান।
২) 'সেট নিউ পিন' অপশন ক্লিক করুন।
৩) রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে ইয়েস করুন।
৪) জন্মতারিখ দিন। যেমন ১ লা জানুয়ারি ২০০০ হলে ০১০১২০০০ দিয়ে ইয়েস করুন।
৫) মোবাইল নাম্বারে একটি এক্টিভেশন কোড আসবে, সেই কোডটি দিয়ে ইয়েস করুন।
৬) নতুন চার সংখ্যার পিন দিন, যা আপনি দিতে চান। এরপর কন্টিনিউ করুন।
৭) আবার নতুন পিন দিন, এটিএম পিন সেট হয়ে যাবে।
    এইভাবে এটিএম মেশিনে এটিএম কার্ডের পিন তৈরি করতে পারবেন।

খ) কলিং এর মাধ্যমে :

ফোন করে অ্যাক্সিস ব্যাংকের এটিএম পিন তৈরি করার জন্য যে নাম্বার অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই ফোন থেকে কাস্টমার কেয়ার এর নাম্বারে কল করে এটিএম পিন তৈরি করতে পারবেন।
১) ১৮৬০৫০০৫৫৫৫ বা ১৮৬০৪১৯৫৫৫৫ এই নাম্বারে কল করুন।
২) আপনার নাম্বারে রিচার্জ যেন থাকে না হলে ফোন লাগবে না।
৩) ফোন লাগলে বলুন ডেবিট কার্ড পিন জেনারেশন।
৪) এরপর বলবে ডেবিট কার্ড পিন জেনারেশন করতে চান, এইরকম বললে ইয়েস বলুন।
৫) অ্যাক্টিভেশন পাসকোর্ড এর জন্য ১ টিপুন।
৬) ১৬ ডিজিটের এটিএম নাম্বার দিন, এটিএম কার্ডের এক্সপাইরি অর্থাৎ ভ্যালিডিটি কত সাল পর্যন্ত সেই মাস ও সাল দিন, এরপর জন্ম তারিখ দিলে মোবাইলে চার সংখ্যার কোড আসবে।
৭) যদি সঙ্গে সঙ্গে কোড আসে তাহলে ১ টিপুন, না হলে ফোন কেটে দিন। মাঝে মাঝে কিছু সময় পর কোড আসবে।
৮) কোড আসলে আবার ফোন করুন আর ডেবিট কার্ড পিন জেনারেশন বলুন।
৯) এক্টিভেশন কোড পেলে ২ টিপুন।
১০) আবার ১৬ ডিজিটের এটিএম কার্ড নাম্বার দিন, তারপর এটিএম ভ্যালিডিটি কতদিন পর্যন্ত সেই মাস ও সাল দিন, এরপর জন্ম তারিখ দিন। এরপর অ্যাক্টিভেশন কোড দিন। যেই রকম দিতে বলবে সেই রকম দিন।
১১) এরপর আপনার পছন্দের চার সংখ্যা দিন যা আপনি নতুন পিন রাখতে চান। আবার ঘুরে নতুন পিন দিন।
এইভাবে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে অ্যাক্সিস ব্যাংকের এটিএম পিন তৈরি করতে পারবেন।

গ) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে :

আগে থেকে মোবাইল ব্যাংকিং রেজিস্টার করা থাকলে তবেই মোবাইল ব্যাংকিং এটিএম পিন তৈরি করতে পারবেন। রেজিস্টার করা না থাকলে হবে না।
১) অ্যাক্সিস ব্যাংকের মোবাইল অ্যাপ ওপেন করুন।
২) এম পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করুন।
৩) তিনটি ডট অপশন ক্লিক করুন।
৪) ডেবিট কার্ড অপশন ক্লিক করুন।
৫) সেট/রিসেট পিন অপশন ক্লিক করুন।
৬) এটিএম কার্ড দেখতে পাবেন, তার নিচে সেট পিন অপশন ক্লিক করুন।
৭) নতুন পিন দুইবার দিন যা আপনি দিতে চান, দিয়ে কন্টিনিউ করুন।
৮) এরপর এমপিন দিলে, নতুন এটিএম পিন সেট হয়ে যাবে।
এইভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটিএম কার্ড পিন তৈরি করতে পারবেন।

ঘ) ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে :

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটিএম কার্ড পিন সেট করার জন্য আগে থেকেই ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার করা থাকতে হবে।
১) অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে লগইন করুন।
২) এরপর সার্ভিসেস অপশন ক্লিক করুন।
৩) এরপর ডেবিট কার্ড পিন চ্যাঞ্জ অপশন ক্লিক করুন।
৪) নতুন এটিএম পিন দুইবার দিয়ে কন্টিনিউ করুন।
৫) মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বার দিয়ে সাবমিট করলে এটিএম পিন সেট হয়ে যাবে।
এইভাবে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটিএম কার্ড পিন তৈরি করতে পারবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন