Bangiya Gramin Vikash Bank

 

বঙ্গীয় গ্রামিন বিকাশ ব্যাংকের এটিএম পিন বানানোর জন্য আপনাকে যেতে হবে কাছাকাছি যে কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে।


এটিএম মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের পিন কিভাবে বানাবেন?

১) কাছাকাছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে যান।

২) কার্ড এটিএম মেশিনে ঢুকান।

৩) ভাষা নির্বাচন করুন।

৪) জেনারেট পিন অপশন ক্লিক করুন।

৫) ওটিপি জেনারেট অপশন ক্লিক করুন।

৬) অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে।

৭) এটিএম কার্ড টি বের করুন।

৮) এটিএম কার্ড টি আবার ঢুকান।

৯) ভাষা নির্বাচন করুন।

১০) জেনারেট পিন অপশন ক্লিক করুন।

১১) ওটিপি ভ্যালিডেশন অপশন ক্লিক করুন।

১২) ছয় সংখ্যার ওটিপি দিয়ে ইয়েস করুন।

১৩) চার সংখ্যার নতুন পিন দিন যা আপনি দিতে চান।

১৪) আবার নতুন পিন দিন।

১৫) পিন সাকসেসফুল ভাবে সেট হয়ে যাবে।

১৬) এটিএম কার্ড টি বের করুন।

এইভাবে বঙ্গীয় গ্রামিন বিকাশ ব্যাংকের এটিএম কার্ডের পিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনের মাধ্যমে বানাতে পারবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন