কাস্ট সার্টিফিকেট কি?
কাস্ট সার্টিফিকেট হচ্ছে একটি জাতিগত শংসাপত্র বা জাতিগত ডকুমেন্ট। সরকার ST/SC/OBC দের কাস্ট সার্টিফিকেট দেয়। সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করার সময়, সরকারি চাকরি করার সময়, সরকারি যোজনা ইত্যাদি ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট লাগে।
ডকুমেন্টস লিস্ট:
কাস্ট সার্টিফিকেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ST/SC/OBC দের কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করার পর বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট দেওয়া হলঃ
১) অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
২) আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি লাগবে।
৩) আবেদনকারীর জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে।
৪) আবেদনকারীর ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে। ১৮ বছরের কম হলে লাগবে না।
৫) আবেদনকারীর রেশন কার্ডের জেরক্স কপি লাগবে।
৬) আবেদনকারীর পিতার আধার কার্ডের জেরক্স কপি লাগবে।
৭) আবেদনকারীর পিতার ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে।
৮) আবেদনকারীর পিতার রেশন কার্ডের জেরক্স কপি লাগবে।
৯) আবেদনকারীর পিতা মৃত হলে মৃত্যু সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে ।
১০) আবেদনকারী গ্রামীণ এলাকার হলে প্রধান সার্টিফিকেট লাগবে। আর শহরের হলে মিউনিসিপাল থেকে সার্টিফিকেট নিতে হবে।
১১) পরিবারের বা বংশের একজনের কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। কাস্ট সার্টিফিকেট না থাকলে জমির দলিলের জেরক্স কপি লাগবে। জমির দলিলও যদি না থাকে কোর্ট থেকে অ্যাফিডেফিট নিয়ে দিতে হবে।
১২) দুইজন সাক্ষীর আধার কার্ডের জেরক্স কপি লাগবে।
১৩) দুইজন সাক্ষীর ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে।
১৪) দুইজন সাক্ষীর রেশন কার্ডের জেরক্স কপি লাগবে।
১৫) বংশ তালিকা লাগবে।
১৬) ওবিসিদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে।
১৭) প্রতিবেশী দশজনের সই করা ফর্ম দিতে হবে।
১৮) আবেদনকারীর অঙ্গীকার পত্র বা সেল্ফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে।
১৯) এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ফোটো লাগবে।
একটি মন্তব্য পোস্ট করুন