গুগল ম্যাপ হোটেল রিভিউ এর নামে ফ্রড অনেক হচ্ছে। পুরো আর্টিকেল পড়লে জানতে পারবেন কিভাবে অনেক মানুষ ফ্রডের শিকার হয়েছেন ও হচ্ছেন। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি অজানা নাম্বার থেকে এসএমএস আসবে, সেই এসএমএসে লিখা থাকবে ১ থেকে ২ ঘন্টা কাজ করে অনেক টাকা ইনকাম করুন। যদি বলেন কাজ করতে চান, তাহলে বলবে প্রথম কাজে বোনাস ২০০ টাকা বা তার বেশি পাবে। এরপর কাজ করতে চাইলে প্রতি কাজে ৫০ টাকা করে পাবে। কাজ হচ্ছে গুগল ম্যাপে গিয়ে যেই হোটেল বলবে সেই হোটেল রিভিউ করতে হবে। যারা এই সব সম্বন্ধে কিছু জানেনা তারা সহজেই এই স্ক্যামারদের চক্করে পড়ে। তারপর জিজ্ঞাসা করবে কাজ করতে চান কিনা , যদি হ্যাঁ বলেন তাহলে তারা একটি টেলিগ্রাম আইডি দিবে আর যোগাযোগ করতে বলবে | টেলিগ্রামে যোগাযোগ করলে প্রথমে বলবে নাম্বারটি সেভ করুন আর স্কিনশর্ট দিতে বলবে তারপর আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলবে | হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেখানে গুগল ম্যাপের হোটেলের লিঙ্ক দিবে সেখানে গিয়ে হোটেলের ফাইভস্টার রেটিং দিয়ে স্কিন শর্ট নিয়ে পাঠাতে বলবে | সবকিছু করার পর আবার টেলিগ্রামে যোগাযোগ করতে বলবে আর বলবে স্যালারি কোড চাও স্যালারি কোড টেলিগ্রাম থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে , তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইবে আর প্রথমে যে বোনাসের কথা বলেছিল সেই বোনাস ট্রান্সফার করে দিবে | তারপরে আবার টাস্ক দিবে আর বলবে প্রতি টাস্কে ৫০ টাকা করে পাবে এর পরই তো আসল খেলা শুরু হবে | এরপর আবার টাস্ক দিবে আর রেটিং করতে বলবে , রেটিং করে স্কিনশর্ট দিলে বলবে তোমার কমিশন জমা আছে | স্যালারি নিতে চাইলে একটি প্লান নিতে হবে | যদি টাকা দিয়ে প্ল্যান কিনে নাও তাহলে তুমি ফ্রডের শিকার হয়েছো কিন্তু তখন জানতে পারবেনা | প্লান কেনার পর একটি ওয়ালেট আইডি দিবে আর বলবে এখানে তোমার কমিশনের টাকা জমা হচ্ছে তুমিও দেখতে পাবে টাকা জমা হচ্ছে | কিন্তু তুলতে পারবে না যখনই তুলতে চাইবে তখনই কোনোনা কোনো বাহানা করবে আর প্লান কিনতে বলবে | টাকা তাদেরকে ট্রানস্ফার করলে ফেরত আর কোনদিন পাবেনা | যখন বুঝতে পারবে তোমার সাথে ফ্রড হয়েছে তখন তারা তোমাকে ব্লক করে দিবে |
ফ্রড থেকে কিভাবে বাচবে?
এইসব ফ্রডের শিকার হতে না চাইলে যখনই এইরকম মেসেজ আসবে তখনই ব্লক দিবে আর ইগনোর করবে | ইন্টারনেট থেকে সহজেই টাকা ইনকাম করা যায় না | যারা জানেনা তাদেরকে জানাও আর ফ্রডের শিকার থেকে নিজে বাঁচো আর অন্যকে বাঁচাও |
একটি মন্তব্য পোস্ট করুন