ইউকো ব্যাংকের এটিএম কার্ডের পিন বানানোর জন্য আপনাকে কাছাকাছি ইউকো ব্যাংকের এটিএম মেশিনে যেতে হবে। অন্য ব্যাংকের এটিএম মেশিনে হবে না।
এটিএম মেশিনে কিভাবে ইউকো ব্যাংকের এটিএম পিন বানাবেন?
১) কাছাকাছি ইউকো ব্যাংকের এটিএম মেশিনে যান।২) এটিএমে কার্ড ঢুকান।
৩) ভাষা নির্বাচন করুন।
৪) গ্রিন পিন অপশন ক্লিক করুন।
৫) জেনারেট ওটিপি অপশন ক্লিক করুন।
৬) অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করুন।
৭) রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে।
৮) এটিএম কার্ড টি বের করুন।
৯) এটিএম কার্ড টি আবার ঢুকান।
১০) ভাষা নির্বাচন করুন।
১১) গ্রিন পিন অপশন ক্লিক করুন।
১২) ভ্যালিডেট ওটিপি অপশন ক্লিক করুন।
১৩) অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করুন।
১৪) ওটিপি দিয়ে প্রেস ইফ কারেক্ট অপশন ক্লিক করুন।
১৫) আপনার পছন্দের নতুন চার সংখ্যার পিন দিন।
১৬) আবার নতুন পিন দিন।
১৭) সাকসেসফুল ভাবে এটিএম পিন জেনারেট হয়ে যাবে।
১৮) কার্ড টি বের করুন।
এইভাবে এটিএম মেশিনের মাধ্যমে ইউকো ব্যাংকের এটিএম পিন বানাতে পারবেন।
মোবাইল ব্যাংকিং মাধ্যমে এটিএম কার্ড পিন কিভাবে বানাবেন?
মোবাইল ব্যাংকিং আগে থেকে রেজিস্টার করা থাকলে তবেই এটিএম কার্ডের পিন বানাতে পারবেন?১) ইউকো এম ব্যাংকিং প্লাস অ্যাপ ওপেন করুন।
২) লগইন করুন।
৩) ম্যানেজ কার্ড অপশন ক্লিক করুন।
৪) গ্রিন পিন অপশন ক্লিক করুন।
৫) অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে প্রসেড করুন।
৬) জেনারেট গ্রিন পিন অপশন ক্লিক করুন।
৭) ১৬ ডিজিটের এটিএম কার্ড নাম্বার, এক্সপাইরি ডেট ও নতুন পিন দুইবার দিন যেটা আপনি রাখতে চান দিয়ে সাবমিট করুন।
৮) মোবাইল নাম্বারে ওটিপি যাবে।
৯) ওটিপি দিয়ে সাবমিট করলেই এটিএম পিন সেট হয়ে যাবে।
এইভাবে ইউকো এম ব্যাংকিং প্লাস অ্যাপ এর মাধ্যমে এটিএম কার্ডের পিন সেট বা চেঞ্জ করা যাবে।
ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এটিএম কার্ডের পিন বানাবেন?
এর জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে এই লিংকেhttps://mpassbook.ucoonline.in:8443/uco-myaccount/web-app/service-greenpin
ক্লিক করে ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
১) ১৬ ডিজিটের এটিএম কার্ড নাম্বার, এক্সপাইরি ডেট, এটিএম কার্ডের পিছনের তিন সংখ্যার সিভিভি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, চার সংখ্যার নতুন পিন দুইবার দিন ও ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি অপশন ক্লিক করুন।
২) ওটিপি কোড দিয়ে সাবমিট করুন।
৩) সাকসেসফুল ভাবে এটিএম কার্ডের পিন সেট হয়ে যাবে।
এইভাবে ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইউকো ব্যাংকের এটিএম কার্ডের পিন সেট করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন