বার্ধক্য ভাতা বা Old Pension Scheme কি?
বয়স্ক মানুষদের সরকার থেকে ভাতা দেওয়া হয় প্রতি মাসে। বয়স্ক মানুষদের অ্যাকাউন্টে প্রতি মাসে ১০০০ টাকা করে ট্রান্সফার করা হয়। রাজ্য সরকার বয়স্ক মানুষদের আর্থিক সাহায্য করার জন্য বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্প চালু করেছে। যারা কাজ করে না বা কাজ করে টাকা ইনকাম করতে পারে না সেই সমস্ত বয়স্ক মানুষদের আর্থিক সাহায্য করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন?
১) আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হতে হবে।
২) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) এই প্রকল্পে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
৪) যারা প্রতিবন্ধী তারা ৫৫ বছরের পর আবেদন করতে পারবেন।
বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য যারা আবেদন করবেন তাদের নিম্নের ডকুমেন্টস গুলি দিতে হবে।
১) আধার কার্ড এর জেরক্স কপি।
২) ভোটার কার্ড এর জেরক্স কপি।
৩) রেশন কার্ড এর জেরক্স কপি।
৪) ব্যাংকের পাসবুক এর জেরক্স কপি।
৫) ইনকাম সার্টিফিকেট।
৬) ২ টি রঙ্গিন পাসপোর্ট সাইজ ফোটো।
৭) প্যান কার্ড এর জেরক্স কপি। প্যান কার্ড এর জেরক্স কপি না দিলেও আবেদন করা যাবে।
বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন?
অফলাইনে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে। বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনের ফর্ম রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের ওয়েবসাইট অথবা দুয়ারে সরকারের ক্যাম্প অথবা বিডিও অফিস অথবা অঞ্চল অফিসে পাওয়া যাবে। ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি অঞ্চল অফিস বা বিডিও অফিস বা এসডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আবেদনকারীর অ্যাকাউন্টে প্রতি মাসে ১০০০ টাকা করে ঢুকবে।
বার্ধক্য ভাতা প্রকল্প সম্বন্ধে আরও জানতে কোথায় যোগাযোগ করবেন?
পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পলাইন নম্বর :
০৩৩-২৩৩৪১৫৬৩
০৩৩-২৩৩৭১৭৯৭
পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্প হেল্পডেস্ক ইমেল : support.swpension.wb@gov.in
পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পডেস্ক ইমেল : secy.wcdsw@gmail.com
মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর
বিকাশ ভবন, নর্থ ব্লক,
১০ তলা, ডিএফ ব্লক,
সেক্টর ১, সল্টলেক সিটি,
কলকাতা, পশ্চিমবঙ্গ.
৭০০০৯১
একটি মন্তব্য পোস্ট করুন