Rupasree Prakalpa

রুপশ্রী প্রকল্প কী?

রুপশ্রী হচ্ছে পশ্চিমবঙ্গের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গরীব পরিবারের মেয়েদের এককালীন ২৫০০০ টাকা দেওয়া হয় বিয়ের জন্য। ১লা এপ্রিল ২০১৮ সালে এই প্রকল্প শুরু করা হয়।

রুপশ্রী প্রকল্প পাওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন?

১) আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে ও আবেদন করার সময় অবিবাহিত হতে হবে।

২) আবেদনকারীর প্রথম বিয়ে হতে হবে।

৩) আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) আবেদনকারীর পরিবারের বছরের আয় ১ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।

৫) আবেদনকারীর যার সঙ্গে বিয়ে হবে সেই পাত্রের বয়স ২১ বছরের বেশি হতে হবে।

রুপশ্রী প্রকল্প পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র লাগবে। যেমন - জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি।

২) আবেদনকারীর নামে ইনকাম সার্টিফিকেট লাগবে।

৩) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে।

৪) বিয়ের নিমন্ত্রণ কার্ড বা ম্যারিজ রেজিস্ট্রেশন নোটিশ লাগবে।

৫) আবেদনকারীর যার সঙ্গে বিয়ে হবে সেই পাত্রের বয়সের প্রমাণপত্র লাগবে। যেমন - জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি।

৬) আবেদনকারী ও যার সাথে বিয়ে হবে সেই পাত্রের রঙ্গিন পাসপোর্ট সাইজ ফোটো লাগবে।

৭) এর আগে বিয়ে করেনি তার জন্য আবেদনকারীর সেল্ফ ডিক্লারেশন ফর্ম লাগবে।

৮) বসবাসের প্রমাণ হিসেবে সেল্ফ ডিক্লারেশন ফর্ম লাগবে।

রুপশ্রী প্রকল্প এর ফর্ম কোথায় পাওয়া যাবে?

১) গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিসে ফর্ম পাওয়া যাবে।

২) মিউনিসিপ্যাল এলাকার ক্ষেত্রে এসডিও অফিসে ফর্ম পাওয়া যাবে।

৩) কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনার অফিস ও বরো বা ওয়ার্ড অফিসে ফর্ম পাওয়া যাবে।

রুপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোথায় ফর্ম জমা দিতে হবে?

এই প্রকল্পের মাধ্যমে ২৫০০০ টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে রুপশ্রী প্রকল্পের ফর্ম পূরণ করে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি জমা দিতে হবে বিডিও অফিসে বা এসডিও অফিসে বা মিউনিসিপ্যাল কমিশনার অফিসে। আবেদনকারীকে বিয়ের তারিখের ৩০ থেকে ৬০ দিন আগে জমা দিতে হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন