ক্রেডিট কার্ড ব্যবহার করা ভালো কিন্তু এর একটি সমস্যা হচ্ছে জয়েনিং ফি ও অ্যানুয়াল ফি দিতে হয়। যারা ক্রেডিট কার্ড কম ব্যবহার করে তাদের জন্য এটি খারাপ। বাজারে অনেক অনেক ফ্রি ক্রেডিট কার্ড আছে কিন্তু সেগুলি ভালো নয়। কিছু ভালো লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড সম্বন্ধে আলোচনা করা হলঃ
১) অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড (Amazon Pay ICICI Credit Card):
এই ক্রেডিট কার্ড অ্যামাজন অ্যাপ ও ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যাবে। এছাড়া আইসিআইসি ব্যাংকের ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করা যাবে। অ্যামাজন ও আইসিআইসি ব্যাংক মিলে এই ক্রেডিট কার্ড বের করেছে। অ্যামাজনে শপিং করলে ৩ ও ৬ মাস পর্যন্ত নো কোস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। এই ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য কোনো জয়েনিং ফি ও অ্যানুয়াল ফি দিতে হবে না। অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ নিলে অ্যামাজন থেকে শপিং করলে ৫% পর্যন্ত ক্যাশব্যাক পাবে। আর প্রাইম মেম্বারশিপ না নিলে ৩% পর্যন্ত ক্যাশব্যাক পাবে। অন্যান্য জায়গায় শপিং করলে ১% পর্যন্ত ক্যাশব্যাক পাবে। ক্যাশব্যাক অ্যামাজন পে ওয়ালেটে জমা হবে। ফ্লিপকার্টে আইসিআইসি ব্যাংকের অফারের সুবিধা এই ক্রেডিট কার্ড দিয়ে নিতে পারবে না। আনলিমিটেড ক্যাশব্যাক নিতে পারবেন।
২) ইন্ডাসইন্ড ব্যাংক রুপে প্লাটিনাম ক্রেডিট কার্ড (Indusind Bank Rupay Platinum Credit Card):
ইন্ডাসইন্ড ব্যাংকের এই প্লাটিনাম ক্রেডিট ব্যবহার করার জন্য কোনো জয়েনিং ও অ্যানুয়াল ফি দিতে হবে না। এই ক্রেডিট কার্ড ইউপিআই অ্যাপসে লিঙ্ক করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ১০০ টাকার ওপরে ইউপিআই পেমেন্টে ২ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। ১ রিওয়ার্ড পয়েন্ট সমান ৬০ পয়সা। পেট্রোল পাম্পে ১% সারচার্জ ফেরত পাবেন।
৩) ওয়ান ক্রেডিট কার্ড (One Credit Card):
ওয়ান কার্ড অ্যাপ এর মাধ্যমে এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ফেডারাল ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এসবিএম ব্যাংকের সাথে কোলাব্রেশন করে ওয়ান ক্রেডিট কার্ড দেয়। দুই রকমের ক্রেডিট কার্ড আছে - মেটাল কার্ড ও প্লাস্টিক কার্ড।
৪) এইচএসবিসি ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড (HSBC Visa Platinum Credit Card):
এই ক্রেডিট কার্ড পাওয়ার পর প্রথম ৩০ দিনে ৫০০০ টাকার বেশি খরচ করলে ৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ক্রেডিট কার্ডের একটি অসুবিধা হচ্ছে এই ক্রেডিট কার্ড শুধুমাত্র মেট্রো শহরে থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবেন।
৫) আইডিএফসি ফার্স্ট মিলেনিয়া ক্রেডিট কার্ড (IDFC FIRST Millenia Credit Card):
এই ক্রেডিট কার্ড আপনার জন্মদিনে ব্যবহার করলে 10X রিওয়ার্ড পয়েন্ট পাবেন। প্রতি মাসে একটি সিনেমা টিকিটে ২৫% ডিসকাউন্ট পাবেন। পুরো ভারতে ১৫০০ এর বেশি রেস্টুরেন্টে ২০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ৪৮ দিন পর্যন্ত এটিএম মেশিন থেকে টাকা তুললে সুদ দিতে হবে না।
অনেক ক্রেডিট কার্ড আছে লাইফটাইম ফ্রি কিন্তু সেই ক্রেডিট কার্ড গুলোতে ভালো সুবিধা নেই। লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ডের মধ্যে সবচেয়ে ভালো অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ড।
একটি মন্তব্য পোস্ট করুন