১. WAP এর পুরো নাম কি?
উ: ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল।
২. বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার এর নাম কি?
উ: এনিয়াক।
৩. কম্পিউটারে প্রথম প্রজন্মের ব্যবহৃত প্রধান যন্ত্রাংশ এর নাম কি?
উ: ভ্যাকুয়াম টিউব।
৪. আধুনিক কম্পিউটারের সূত্রপাত হয় কত সালে?
উ: ১৯৫০ সালে।
৫. কম্পিউটারের জনক কে?
উ: চার্লস ব্যাবজ।
৬. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কিসের সংযোগ হয়?
উ: ইন্টারনেট।
৭. সবচেয়ে ক্ষুদ্রতম মেমরি একক কী?
উ: বিট।
৮. ড্রপারস এর কাজ কি?
উ: ভাইরাসকে হার্ডডিস্কে বসাতে সাহায্য করে।
৯. কিবোর্ড কি?
উ: ইনপুট ডিভাইস।
১০. P.P.C এর সম্পূর্ণ অর্থ কী?
উ: প্রিপারেটরি প্রোগ্রামিং ইন কম্পিউটিং।
১১. RAM এর পূর্ণ অর্থ কি?
উ: র্যান্ডম অ্যাকসেস মেমরি।
১২. POP ও PPP কী?
উ: প্রোটোকল।
১৩. হার্ডডিস্ক মাপার একক কী?
উ: গিগাবাইট।
১৪. ১ বাইট সমান কত বিট?
উ: ৮।
১৫. স্ক্যানার কি ডিভাইস?
উ: ইনপুট ডিভাইস।
১৬. মেনুবার অ্যাক্টিভ করা কীসের দ্বারা?
উ: F10 দ্বারা।
১৭. টেলিফোন লাইনের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করে কোন যন্ত্র?
উ: মোডেম।
১৮. পৃথিবীতে প্রথম ইন্টারনেটের কাজ করেছিল যে সংস্থাটি তার নাম কী?
উ: অ্যারপানেট।
১৯. www এর পূর্ণ অর্থ কী?
উ: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
২০. স্ক্যানারের কাজ কী?
উ: ক্যারার লেন্সের মত কোনো লেখা বা ছবি প্রতিলিপি তৈরি করা।
২১. প্রসেসরকে কে নিয়ন্ত্রণ করে?
উ: অপারেটিং সিস্টেম।
২২. Yahoo কী?
উ: সার্চ ইঞ্জিন।
২৩. এক্সপ্যানশন কার্ড কী?
উ: সার্কিট বোর্ড।
২৪. পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার?
উ: প্রেজেন্টেশন।
২৫. DOS এর পুরো নাম কি?
উ: ডিস্ক অপারেটিং সিস্টেম।
২৬. LAN কী?
উ: লোকাল এরিয়া নেটওয়ার্ক।
২৭. ভিডিও কার্ড কী?
উ: এক্সপ্যানশন কার্ড।
২৮. PASCAL কী?
উ: ল্যাঙ্গুয়েজ।
২৯. কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজটি কে করে?
উ: CPU.
৩০. URL এর পূর্ণ অর্থ কি?
উ: ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
৩১. G.U.I এর পুরো নাম কী?
উ: গ্রাফিক্স ইউজার ইন্টারফেস।
৩২. ফ্লপির সঞ্চয় ক্ষমতা কত?
উ: 1.44 এমবি।
৩৩. A.M.D এর পুরো নাম কী?
উ: আমেরিকান মাইক্রো ডিভাইস।
৩৪. ইনপুট ডিভাইস হিসেবে ব্যাঙ্কে কী ব্যবহৃত হয়?
উ: MICR.
৩৫. মোডেম কথাটির পুরো অর্থ কি?
উ: মডিউলেটর ডিমডিউলেটর।
৩৬. কম্পিউটারের ভাষাকে কী বলা হয়?
উ: মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ।
৩৭. হার্ডড্রাইভকে কী বলা হয়?
উ: স্টোরেজ ডিভাইস।
৩৮. মেমোরিকে কটি ভাগে ভাগ করা হয়েছে?
উ: দুই ভাগে।
৩৯. কম্পিউটার চালু রাখার জন্য যেসব ইনফরমেশন ও ইন্সট্রাকশন দরকার সে সবের সন্নিবেশ কোথায় হয়?
উ: রম এ।
৪০. ইন্টারনেট এর জনক কে?
উ: রবার্ট টেলার।
৪১. UPS এর পূর্ণ অর্থ কি?
উ: আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই।
৪২. অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কৃত হয় কোথায়?
উ: চীনে।
৪৩. HDTV এর পুরো নাম কি?
উ: হেভি ডিজিটাল টেলিভিশন।
৪৪. ওয়েবসাইট তৈরি করতে ওয়েব পেজে কোন ভাষা ব্যবহৃত হয়?
উ: HTML.
৪৫. ইমেইল কথাটির পুরো অর্থ কি?
উ: ইলেকট্রনিক মেল।
৪৬. কোন ধরনের নেটওয়ার্ক এ কম্পিউটার গুলি স্যাটেলাইট বা মোডেম ও টেলিফোন লাইন দিয়ে পরস্পর যুক্ত থাকে?
উ: WIDE AREA NETWORK.
৪৭. CD-ROM কী?
উ: রিড ওনলি মেমরি।
৪৮. HTML এর পুর্ন অর্থ কি?
উ: হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
৪৯. কোনো দুটি অবজেক্ট এর মধ্যে সংযোগ স্থাপনকে কী বলে?
উ: হাইপার লিঙ্ক।
৫০. Bit এর পুর্ন অর্থ কি?
উ: বাইনারি ডিজিট।
৫১. ROM কত প্রকারের হয়?
উ: তিন প্রকার।
৫২. HTTP এর পুরো নাম কি?
উ: হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল।
৫৩. Excel এ কতগুলি রো থাকে?
উ: ৬৫৫৩৬.
৫৪. এমব্রয়ডারি ডিভাইনের ক্ষেত্রে কী প্রযোজ্য?
উ: ফটোশপ।
৫৫. L.C.D এর পুরো নাম কি?
উ: লিক্যুইড ক্রিস্টাইল ডিসপ্লে।
৫৬. মনিটারের কাজ কী?
উ: লেখা ও ছবি দেখানো।
৫৭. MS এর পুরো নাম কী?
উ: মাইক্রোসফট।
৫৮. অনলাইন মেরিট টেস্টের অর্থ কি?
উ: ইন্টারনেট মাধ্যমে পরীক্ষা।
৫৯. ইনজেক্ট প্রিন্টার কী?
উ: নন-এমপ্যাক্ট প্রিন্টার।
৬০. পরীক্ষার খাতা দেখার জন্য কী ব্যবহৃত হয়?
উ: OMR.
৬১. কিবোর্ডে কটি Function Key থাকে?
উ: ২৩ টি।
৬২. ১ টেরাবাইট সমান কত গিগাবাইট?
উ: ১০২৪ গিগাবাইট।
৬৩. ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ কখন ব্যবহৃত হয়?
উ: ব্রাউজ এর সময়।
৬৪. সমস্ত লেখাকে বড় হরফে করার জন্য কোন Key ব্যবহার করা হয়?
উ: Ctrl + Shift + A.
৬৫. Cut এর শর্টকাট Key বলো?
উ: Ctrl + X.
৬৬. Copy এর শর্টকাট Key বলো?
উ: Ctrl + C.
৬৭. I.S.P এর পুরো নাম কি?
উ: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
৬৮. ভারতে প্রথম কম্পিউটার তৈরি করে কোন সংস্থা?
উ: WIPRO.
৬৯. সফটওয়্যারের কোনো হারিয়ে যাওয়া তথ্যকে কোথায় পাওয়া যায়?
উ: ডাটাবেস এ।
৭০. প্রথম হার্ডড্রাইভ কে প্রস্তুত করে?
উ: আই বি এম।
৭১. কোনো ফাইল কে সেভ করার শর্টকাট Key বলো?
উ: Ctrl + S.
৭২. দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত প্রধান যন্ত্রাংশের নাম কী?
উ: ট্রানজিস্টার।
৭৩. কোন সংস্থা প্রথম ইন্টারনেটের ধারনার সূত্রপাত ঘটায়?
উ: মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
৭৪. আই.সি. কোন প্রজন্মের প্রধান যন্ত্রাংশ?
উ: তৃতীয়।
৭৫. ALU এর পুরো নাম কী?
উ: অ্যারিথম্যাটিক অ্যান্ড লজিক ইউনিট।
৭৬. Trozon কী?
উ: ভাইরাস।
৭৭. C.P.U. এর পুরো নাম কী?
উ: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
৭৮. LOGO কী?
উ: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
৭৯. Kasper Sky কী?
উ: অ্যান্টিভাইরাস।
৮০. ওয়েব সার্ভারে থাকা ডকুমেন্ট ফাইলগুলি কী নামে পরিচিত?
উ: ওয়েব পেজ।
৮১. নেটওয়ার্ক কত প্রকারের হয়?
উ: তিন।
৮২. IT এর পুরো নাম কী?
উ: ইনফরমেশন টেকনোলজি।
৮৩. LINUX কী?
উ: অপারেটিং সিস্টেম।
৮৪. ১ মাইক্রো সেকেন্ড সমান কত সেকেন্ড?
উ: ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ (10-6 Second)।
৮৫. OS এর পুরো অর্থ কি?
উ: অপারেটিং সিস্টেম।
একটি মন্তব্য পোস্ট করুন