ইন্টারনেট এর মাধ্যমে টাকা ইনকাম করা সহজ নয়। ইন্টারনেট এর মাধ্যমে টাকা ইনকাম করা সহজ মনে হলেও আসলে সহজ না। অনেকই ইন্টারনেট এর মাধ্যমে টাকা ইনকাম করতে চায় কিন্তু বেশিরভাগ মানুষ সফলতা পায়না। ইন্টারনেট এর মাধ্যমে অনেক উপায়ে টাকা ইনকাম করা যায়। বেশিরভাগ মানুষ জানে ইউটিউব, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু অনেকে জানে না যে ব্লগিং করেও টাকা ইনকাম করা যায়।
ব্লগিং হচ্ছে ওয়েবসাইট বানিয়ে বিভিন্ন বিষয়ের ওপর আর্টিকেল লিখে পোস্ট করা। ওয়েবসাইট প্রধানত দুইভাবে বানানো হয়-
১) গুগল এর নিজস্ব প্লাটফর্মে বিনামূল্যে ওয়েবসাইট বানানো যায়। সাবডোমেইন দিয়ে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। এছাড়া টাকা দিয়ে ডোমেইন কিনে এড করতে পারবেন। ব্লগার ডটকম ওয়েবসাইটে ব্লগিং ওয়েবসাইট বানানো হয়। ব্লগার ডটকম ওয়েবসাইটে হোস্টিং ফ্রি সারাজীবনের জন্য। ব্লগার ডটকম এর একটি অসুবিধা হচ্ছে খুব বেশি নিজের মতো কাস্টোমাইজ করা যায় না। মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে ব্লগার ডটকমে ওয়েবসাইট বানাতে পারবেন। ব্লগিং সম্পর্কে বেশি কিছু না জানলে ব্লগার ডটকমে ওয়েবসাইট বানিয়ে আর্টিকেল লিখুন।
২) আবার ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগিং ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোর জন্য হোস্টিং ও ডোমেইন টাকা দিয়ে কিনতে হবে। ওয়ার্ডপ্রেস এ নিজের ইচ্ছামতো ওয়েবসাইট কাস্টোমাইজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট চালানোর জন্য ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। মোবাইল দিয়েও হবে কিন্তু মোবাইল এ ভালো ভাবে ওয়েবসাইট পরিচালনা করা যায় না।
ব্লগিং ওয়েবসাইট বানানোর পর আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায়। ব্লগিং এর মাধ্যমে ইনকাম প্রধানত অ্যাডস ও অ্যাফিলিয়েট মার্কেটিং করে করা হয়।
বেশিরভাগ লোক ওয়েবসাইটে এডস লাগিয়ে ইনকাম করে। তারমধ্যে প্রায় সবাই অ্যাডসেন্স এর এডস লাগায়। অ্যাডসেন্স গুগলের একটি ওয়েবসাইট। অ্যাডসেন্স এর এডস লাগানোর আগে ওয়েবসাইট অ্যাপ্রুভ করাতে হয়। অ্যাডসেন্স সবার ওয়েবসাইট অ্যাপ্রুভ করে না। অ্যাডসেন্স বেশিরভাগ সময় ওয়েবসাইট রিজেক্ট করে আর কারন দেখায়'লো ভ্যালু কনটেন্ট'। এই 'লো ভ্যালু কনটেন্ট' সমস্যা কিভাবে ঠিক করা যায় তা নিম্নে আলোচনা করা হলো-
১) টপ লেভেল এর ডোমেইন কিনতে হবে, তাহলে তাড়াতাড়ি অ্যাডসেন্স ওয়েবসাইট অ্যাপ্রুভ করে। যেমন .com, .in, .net, .org ইত্যাদি।
২) ওয়েবসাইট এর ডিজাইন সুন্দর ও সিম্পল হতে হবে।
৩) ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে ও সমস্ত আর্টিকেল এর লিঙ্ক অ্যাড করতে হবে।
৪) About Us, Contact Us, Privacy Policy, Disclaimers ও Terms and Conditions পেজ থাকতে হবে।
৫) সোস্যাল মিডিয়া প্লাটফর্ম এর লিঙ্ক ওয়েবসাইট এ অ্যাড করতে হবে। যেমন - ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি।
৬) কমপক্ষে ওয়েবসাইট এ ৪০ এর বেশি আর্টিকেল থাকতে হবে।
৬) যে সমস্ত বিষয়ে বেশি আর্টিকেল গুগলে নেই, সেই সমস্ত বিষয়ে আর্টিকেল লিখতে হবে।
৭) ওয়েবসাইট এ ভিসিটর থাকতে হবে। মাসে কমপক্ষে ৫০০ এর বেশি ভিসিটর থাকতে হবে।
৮) ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হতে হবে।
৯) ওয়েবসাইট এর স্পীড ৬০ এর বেশি থাকতে হবে। ওয়েবসাইট যেন তাড়াতাড়ি ওপেন হয়।
১০) এআই দিয়ে ও ট্রান্সলেট করে আর্টিকেল লেখা যাবে না। অন্যের আর্টিকেল কপি করা যাবে না।
১১) অন্যের ছবি সরাসরি ব্যাবহার করা যাবে না। ব্যবহার করার আগে ইডিট করতে বা নিজের ছবি ব্যবহার করতে হবে।
১২) আর্টিকেল বড়ো হতে হবে। মিনিমাম ১০০০ এর বেশি শব্দের আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল যত বড় হবে ততই ভালো। আর্টিকেল বড় করার জন্য যা খুশি লেখা যাবে না।
১৩) ওয়েবসাইট ৩০ দিনের পুরনো হতে হবে।
এই সমস্ত বিষয় যদি মেনে চলেন তাহলে অ্যাডসেন্স আপনার ওয়েবসাইট অ্যাপ্রুভ করে দিবে। লো ভ্যালু কনটেন্ট এর মানে হচ্ছে আপনার আর্টিকেল এর কোনো দাম নেই। আপনার আর্টিকেল পড়ে কারও লাভ হচ্ছে না।
একটি মন্তব্য পোস্ট করুন