Poco M4 pro 5G



POCO M4 Pro 5G রিভিউ :


১. মোবাইলে হ্যা‍ং সমস্যা ছিল। যা আপডেট করার পর ঠিক হয়েছে।


২. ব্যাটারি ৫০০০ এম‌এইচ থাকা সত্ত্বেও ব্যাকাপ ভালো না। কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকায় তাড়াতাড়ি চার্জ হয়।


৩. ডিসপ্লে ব্রাইটনেস কম, বাইরে সূর্যের আলোয় ফুল ব্রাইটনেস বাড়িয়েও ভালো করে দেখা যায় না। বাড়ির মধ্যে অসুবিধা হয় না।


৪. ক্যামেরা দিয়ে ঠিকঠাক ফোটো তোলা যায়, ক্যামেরা এপ ওপেন করলে মোবাইল হ্যাং হয়।


৫) 5G মোবাইল হ‌ওয়ায় 5G ইন্টারনেট ব্যবহার করা যায়। এর জন্য আলাদা করে নতুন মোবাইল কিনতে হবে না।


৬) ভিডিও দেখার জন্য ডিসপ্লে খুব একটা ভালো না, এভারেজ কোয়ালিটির।


৭) মিউজিক সাউন্ড কোয়ালিটি একদম ভালো না।


৮) ১৫০০০ টাকার নিচে একটি ভালো 5G ফোন। কিন্তু এখন এই ফোন পুরনো হয়ে গেছে। ১২০০০ থেকে ১৩০০০ টাকার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে এখনো নেওয়া যাবে। বাজারে এর থেকে ভালো 5G মোবাইল বেরিয়েছে।


৯) ফ্রি ফায়ার এর মতো গেমের জন্য একটি ভালো মোবাইল।


কিছু খারাপ দিক গুলো যদি মানিয়ে নিতে পারো তাহলে স্মাটফোন অলরাউন্ডার আছে।


Post a Comment

أحدث أقدم