নেটফ্লিক্স হল ওটিটি জগতে বিশ্বের সবচেয়ে ১ নং প্লাটফর্ম। সিনেমা এবং ওয়েব সিরিজ এর রাইটস কিনে ও সাথে নেটফ্লিক্স নিজেই ওয়েব সিরিজ বানায়। নেটফ্লিক্স গোটা বিশ্বে জনপ্রিয় কিন্তু ভারতে শুধুমাত্র শহরের লোকেদের মধ্যে জনপ্রিয়। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে জায়গা করতে পারেনি। নেটফ্লিক্স এর ১২ মিলিয়ন গ্রাহক ভারতে আছে। অন্যান্য ওটিটি প্লাটফর্ম এর থেকে ভারতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে নেটফ্লিক্স তবুও ঠিকমতো সফল পারেনি। ভারতে নেটফ্লিক্স সফল না হওয়ার অনেক গুলো কারন আছে। তার মধ্যে কিছু কারণ আলোচনা করা হল।
১. সাবস্ক্রিপশন ফি:
নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন ফি অন্যান্য দেশের চেয়ে ভারতে অনেক কম, কিন্তু ভারতীয়দের কাছে এখনও সাবস্ক্রিপশন ফি বেশি মনে হচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরে, নেটফ্লিক্স সমস্ত প্ল্যানে সাবস্ক্রিপশনের ফি কমিয়েছে। এখন সর্বনিম্ন প্ল্যানের মূল্য প্রতি মাসে ১৪৯ টাকা, কিন্তু সত্যি কথা বলতে, এখনও বেশিরভাগ মানুষের কাছে সাবস্ক্রিপশন ফি অনেক বেশি মনে হয়। অন্যান্য ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন ফি অনেক কম। নেটফ্লিক্স এর ৬ মাস বা ১ বছরের সাবস্ক্রিপশন প্ল্যান নেই।
২. অতিরিক্ত সুবিধার অভাব:
বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স এর অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা নেই। যেমন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিলে শপিং করার সময় ডেলিভারি চার্জ দিতে হয় না। এছাড়া অ্যামাজন মিউজিক, অ্যামাজন কিন্ডেল, যে কোনো প্রোডাক্টের সেলের সময় ২৪ ঘন্টা আগে অর্ডার করার মতো সুবিধা দিয়ে থাকে। ডিসনি প্লাস হটস্টারে ক্রিকেট ম্যাচ দেখা যায়, পুরোনো সিনেমা ও সিরিয়াল সাবস্ক্রিপশন ফি ছাড়াই দেখা যায়। নেটফ্লিক্স এর উচিত ওয়েব সিরিজের প্রথম এপিসোড বিনামূল্যে দেখানো।
৩. ভারতীয় ওয়েব সিরিজ ও সিনেমার অভাব:
নেটফ্লিক্সে আন্তর্জাতিক কনটেন্টের ভান্ডার রয়েছে, কিন্তু ভারতীয় কনটেন্টের অভাব রয়েছে। সেকরেডস গেমস বাদে সেরকম কোনো সিরিজ জনপ্রিয় হয়নি। নেটফ্লিক্স শহরকেন্দ্রিক ওয়েব সিরিজ বানায়। যে সমস্ত বলিউড সিনেমা ফ্লপ হয় সেগুলো নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হয়। ভারতে হিন্দি বাদে বাংলা, ওড়িয়া, তামিল, তেলুগু, মালায়ালম, কানাড়া, ভোজপুরি, পাঞ্জাবী ও আরোও অনেক ভাষায় সিনেমা তৈরি হয়। হিন্দি বাদে অন্যান্য ভাষার সিনেমা ও ওয়েব সিরিজ নেই বললেই চলে। নেটফ্লিক্স শুধুমাত্র হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজ বানায়।
৪. ধর্মীয় ভাবাবেগে আঘাত করা:
ভারতে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্ম মেনে চলে। কিন্তু নেটফ্লিক্স এর বেশিরভাগ সিনেমা এবং ওয়েব সিরিজে হিন্দু ধর্মকে অনেকবার অপমান করা হয়েছে। এই জন্য অনেক ভারতীয়রা নেটফ্লিক্সকে পছন্দ করে না।
৫. অ্যাডাল্ট কনটেন্ট:
নেটফ্লিক্স এর বেশিরভাগ সিনেমা এবং ওয়েব সিরিজে গালিগালাজ ও নগ্ন দৃশ্য আছে। ভারতীয়রা পরিবারের সদস্যদের সাথে সিনেমা ও ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে, কিন্তু অ্যাডাল্ট কনটেন্ট এর কারণে নেটফ্লিক্স ব্যবহার করে না।
৬. কম্পিটিশন:
নেটফ্লিক্স ছাড়া ভারতে অনেক গুলো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আছে। নেটফ্লিক্স অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম গুলির সাথে কমপ্লিট করতে পারছে না।
৭. পাইরেসি:
পাইরেসির জন্য নেটফ্লিক্স এর প্রচুর ক্ষতি হয়। সবচেয়ে বেশি পাইরেসি হয় টেলিগ্রাম এপস এ। পাইরেসির কোনো সমাধান নাই। নেটফ্লিক্স পাইরেসি আটকানোর সেরকম ব্যবস্থা নেয় না।
৮. পাসওয়ার্ড শেয়ার:
আগে নেটফ্লিক্স অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড শেয়ার করে অনেকজন দেখত। একজন মেম্বারশিপ নিয়ে অনেকজন ওয়েবসিরিজ ও সিনেমা দেখতে। কিন্তু নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেয় এর ফলে যে মেম্বারশিপ নেয় সেই শুধুমাত্র ওয়েবসিরিজ ও সিনেমা দেখতে পাবেন।
إرسال تعليق