![]() |
স্টক ফোটোগ্রাফি কি ?
স্টক ফোটোগ্রাফি হচ্ছে অন্যের ফোটো লাইসেন্স নিয়ে ব্যবহার করা। বিভিন্ন ওয়েবসাইট ও এজেন্সি ফোটো স্টক করে রাখে, আর টাকা নিয়ে লাইসেন্স দেয় ফোটো ব্যবহার করার জন্য। যে কোনো ব্যক্তি ও কোম্পানি ফোটো নিয়ে ওয়েবসাইট, বিজনেস কার্ড, বিজ্ঞাপন, বুকলেট, পোস্টার এবং অন্যান্য কমার্শিয়াল ইত্যাদি কাজে ব্যবহার করা হয়।
ব্যাক্তি বিশেষ বা কোম্পানি স্টক ফোটো লাইসেন্স নিয়ে ব্যবহার করে কারণ এতে সময় ও টাকা বাঁচে। স্টক ফোটো না নিলে ফটোগ্রাফার নিয়োগ করতে হবে, ভালো লোকেশন খুঁজতে হবে, লাইটিং এর জন্য লোক লাগবে, মডেল এর ফোটোর জন্য আবার মডেল কে টাকা দিতে হবে ইত্যাদির জন্য সময় ও টাকার দরকার হয়। এই জন্য স্টক ফোটোর চাহিদা অনেক।
স্টক ফোটোগ্রাফি দুই ভাবে করা হয় - প্রফেশনাল ফটোগ্রাফি ও নন প্রফেশনাল ফটোগ্রাফি। প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে প্রফেশনাল ফটোগ্রাফার, প্রফেশনাল ক্যামেরা, লাইটিং আর মডেল ফোটোর জন্য মডেল লাগে। প্রফেশনাল ফটোগ্রাফি কোনো ব্যক্তি বিশেষ বা কোনো এজেন্সি করে। নন প্রফেশনাল ফটোগ্রাফি কোনো ব্যক্তি বিশেষ পার্ট টাইম হিসেবে কাজ করে, আর নিজের ইচ্ছায় শখ পুরনের জন্য ফোটো নেয়।
স্টক ফটোগ্রাফি থেকে কিভাবে আয় করা যাবে?
স্টক ফোটোগ্রাফার এর মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। ফোটো বিভিন্ন এজেন্সিকে বিক্রি করে টাকা ইনকাম করা যায়। এছাড়া বিভিন্ন স্টক ফোটোগ্রাফি ওয়েবসাইটে আপলোড করে , সেই ফোটো কোনো ব্যক্তি বা কোম্পানি বা এজেন্সি কিনলে সেখান থেকে কমিশন পাওয়া যায়। এজেন্সিকে ফোটো বিক্রি করলে বেশি টাকা পাওয়া যায়, কিন্তু এজেন্সিকে বিক্রি করা সোজা নয়। এজেন্সিকে ফোটো পাঠাতে হবে ও তাদের ফোটো পছন্দ হলে তবেই কিনবে। স্টক ফোটোগ্রাফি ওয়েবসাইটে আপলোড করলে গ্রাহকের অভাব হয় না। এজেন্সিকে বিক্রি করলে একবার টাকা পাবেন, কিন্তু স্টক ফোটোগ্রাফি ওয়েবসাইটে আপলোড করলে কম কম করে সারাজীবন কমিশন পাবে। কিছু জনপ্রিয় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট হলো Shutterstock, Adobe Stock, iStock ইত্যাদি। স্টক ফোটোগ্রাফি তে টাকা ইনকাম এর জন্য ধৈর্য প্রচুর পরিমাণে দরকার। যতক্ষণ পর্যন্ত না জনপ্রিয় হচ্ছেন ও অনেক ফোটো কালেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো ইনকাম হয় না।
স্টক ফটোগ্রাফির জন্য কি কি লাগবে ?
স্টক ফটোগ্রাফির জন্য নিম্নলিখিত জিনিস লাগবে।
১) ক্যামেরা: একটি ক্যামেরা লাগবে ভালো ছবি তুলতে। যেমন DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরা। মিররলেস ক্যামেরা সবথেকে ভালো কিন্তু সবাই মিররলেস ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারে না। মোবাইল এর ক্যামেরা দিয়েও ভালো ছবি তোলা যায়।
২) লেন্স: একটি ভালো লেন্স লাগবে ভালো ফোটো তোলার জন্য। লেন্স অনেকরকম যেমন - পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য প্রাইম লেন্স এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য উইড এবং সুপার উইড লেন্স ব্যবহার করা হয়।
৩) লাইটিং উপকরণ: ভালো ফোটো তোলার জন্য লাইটিং এর দরকার পড়ে। প্রডাক্ট ও মডেল এর ফোটো তোলার জন্য অবশ্যই লাইট লাগবে।
৪) ল্যাপটপ : ফোটো এডিটিং এর জন্য ল্যাপটপ দরকার কারণ ল্যাপটপ যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। স্টক ফোটোগ্রাফি ওয়েবসাইটে ফোটো আপলোড এর জন্য ও এজেন্সিকে ফোটো পাঠাতে ল্যাপটপ এর দরকার হয়।
মোবাইল দিয়ে স্টক ফটোগ্রাফি করা যাবে ?
হ্যাঁ, মোবাইল দিয়ে স্টক ফটোগ্রাফি করা সম্ভব। আধুনিক মোবাইল ক্যামেরা অনেক ভাল মানের ফোটো তুলতে পারে। কিন্তু মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল স্টক ফোটো তোলার জন্য স্ট্যান্ড ও লাইটিং ব্যবহার করলে ভালো ফোটো তোলা যায়। প্রফেশনাল ভাবে স্টক ফোটো তুলতে ক্যামেরা লাগবে।
إرسال تعليق