আধার কার্ড এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আধার কার্ড ছাড়া এখন কোন কাজ হয় না সব কাজেই এখন আধার কার্ড দরকার পড়ে।
আধার কার্ড নতুন বানাবেন বা সংশোধন করার জন্য অনলাইন বা অফলাইনে এপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার কিছুদিন পর স্ট্যাটাস যখন অনলাইনে চেক করছেন। চেক করার পর দেখাচ্ছে রিজেকশন হয়েছে। যদি রিজেকশনের কারণ হিসেবে দেখাচ্ছে "your request has been rejected during quality check due to defects in the document details submitted" । এর মানে হচ্ছে ডকুমেন্টে কোন ভুল আছে বা কোন প্রবলেম আছে। যে ডকুমেন্ট দিয়েছিলেন সেটি ভালোভাবে স্ক্যান করে আপলোড করা হয়নি বা সেই ডকুমেন্টে কোন ভুল আছে সেই জন্য রিজেকশন হয়েছে। পুনরায় আবার এপ্লাই করতে হবে অন্য ডকুমেন্ট দিতে হবে না হলে সেই ডকুমেন্টে সবকিছু চেক করতে হবে ঠিক আছে কিনা আর ভালোভাবে স্ক্যান করে আবার ঘুরে আপলোড করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে টাকা পেমেন্ট করেছিলেন সেই টাকা আর ফেরত পাবে না।
এছাড়া অনলাইনে বা অফলাইনে গিয়ে আধার কার্ডে আপডেট করার জন্য এপ্লাই করেছেন, আর কিছুদিন পর আধারের ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করার পর দেখাচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে, রিজেকশনের কারণ হিসেবে দেখাচ্ছে "Your Aadhaar update has been rejected due to an issue in demographic data and its corresponding documents" । এর মানে হচ্ছে যে ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টের সাথে ম্যাচিং হয়নি। নাম যদি আপডেট করতে দিয়েছিলেন তাহলে নাম ম্যাচিং হয়নি। যেটা আপডেট করতে এপ্লাই করেছিলেন ডকুমেন্টের সাথে বানানের বা কোন কিছু ম্যাচিং হয়নি। সেই জন্য রিজেক্ট হয়েছে। ভালোভাবে চেক করে আবার ঘুরে এপ্লাই করতে হবে। এপ্লাই করার সময় যে টাকা পেমেন্ট করেছিল সেই টাকা আর ফেরত পাবেন না।
"Invalid Document" রিজেকশনের কারণ দেখায় তার মানে সেই ডকুমেন্ট দিয়ে হবে না। অন্য ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে।
"transliteration error" দেখায় যদি তার মানে হচ্ছে ইংরেজির সাথে বাংলা নাম ও তথ্য ডকুমেন্টর সাথে ম্যাচিং না হয় তখন এই সমস্যা আসে। এছাড়া অনেক সময় অটো ট্রান্সলেট হয়ে বাংলায় আলাদা অনুবাদ হয়ে থাকে, এর ফলে ডকুমেন্টের সাথে বাংলা বানান মিল না হলে এই রকম দেখায়। এর জন্য আবার এপ্লাই করতে হবে।
إرسال تعليق