Airtel DTH Refresh


ভারতের অন্যতম টেলিকম অপারেটর এয়ারটেলের একটি ডিটিএইচ টিভি পরিষেবা রয়েছে। মাঝে মধ্যে অনেক দিন রিচার্জ না করলে ও রিচার্জ করার সময় টিভি চালু না থাকলে, ডিটিএইচ রিচার্জ করার পর চ্যানেল আসেনা, এই সমস্যা প্রায় হয়ে থাকে। রিফ্রেশ করলে সব ঠিক হয়ে যায়।

কিভাবে এয়ারটেল ডিটিএইচ রিফ্রেশ করবেন? 

  এয়ারটেল ডিটিএইচ রিফ্রেশ শুধুমাত্র এস‌এম‌এস ও কলিং এর মাধ্যমে হবে। অনলাইন রিফ্রেশ হবেনা।

১) মিসড কল করে এয়ারটেল ডিটিএইচ রিফ্রেশ করার জন্য, যেই নাম্বার ডিটিএইচ এর সাথে লিঙ্ক আছে সেই নাম্বার থেকে 8448284708 নম্বরে একটি মিসড কল দিন। আপনার এয়ারটেল ডিটিএইচ অ্যাকাউন্ট শীঘ্রই রিফ্রেশ হবে। যদি রিফ্রেশ না হয় 8448284708 নাম্বারে কল করে কাস্টমার কেয়ার এর কথা বলে রিফ্রেশ করতে পারেন।

২) এসএমএস এর মাধ্যমেও এয়ারটেল ডিটিএইচ রিফ্রেশ হয়। এস‌এম‌এস এর মাধ্যমে রিফ্রেশ করার জন্য যেই নাম্বার লিঙ্ক আছে, সেই নাম্বার থেকে HR টাইপ করুন এবং 54325 নম্বরে এসএমএস পাঠান. এস‌এম‌এস পাঠানোর কিছুক্ষণ এর মধ্যে সব চ্যানেল দেখতে পাবেন।


আপাতত এই দুই ভাবেই এয়ারটেল ডিটিএইচ রিফ্রেশ করা যায়।

Post a Comment

أحدث أقدم