Credit card Advantages




সব কিছু জিনিসের কিছু খারাপ দিক ও কিছু ভালো দিক থাকে, তেমনি ক্রেডিট কার্ডের ভালো সাথে খারাপও আছে। ক্রেডিট কার্ড সম্বন্ধে যদি বেশি কিছু জানেন না আর ব্যবহার করতে চান তাহলে ঠিক জায়গায় এসেছেন।


ক্রেডিট কার্ডের সুবিধা কি কি?
(Advantages Of Credit Card)

১) ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং, ইলেকট্রিক বিল, পেট্রোল পাম্প ইত্যাদি জায়গায় পেমেন্ট করতে পারবেন।


২) ক্রেডিট কার্ড অনলাইনে ও অফলাইনে ব্যবহার করতে পারবেন।


৩) ক্রেডিট কার্ডের মাধ্যমে এই মাসে টাকা খরচ করে পরের মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ লাগেনা।


৪) এই মাসে ক্রেডিট কার্ডের টাকা খরচ করার পর, পরের মাসে একসাথে দিতে না পারলে কিস্তিতেও দেওয়া যায়। কিন্তু তখন সুদ দিতে হবে।


৫) ব্যাংক কোম্পানির সাথে মিলে ডিসকাউন্ট  অফার নিয়ে আসে, তাই ক্রেডিট কার্ড থাকলে ডিসকাউন্ট এর সুবিধা পাবেন।

 
৬) ক্রেডিট কার্ডের মাধ্যমে নো কোস্ট ইএম‌আই এর সুবিধা পাওয়া যায়। নো কোস্ট ইএম‌আই হচ্ছে যে জিনিস কিস্তিতে কিনতে পারবেন সুদ ছাড়া।


৭) ক্রেডিট কার্ড দিয়ে শপিং না করলেও জরুরি সময়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।


৮) ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে পারবেন।


৯) ক্রেডিট কার্ড ব্যবহার করলে ব্যাংক রিওয়ার্ড পয়েন্ট দেয়। অনেকগুলো রিওয়ার্ড পয়েন্ট হলে বিভিন্ন কোম্পানির গিফ্ট ভাউচার নিতে পারবেন।


১০) ক্রেডিট কার্ডে ফ্রি এয়ারপোর্ট লঞ্চের সুবিধা পাওয়া যায়।


১১) ক্রেডিট কার্ডের লিমিটের ৩০% এর কম টাকা ব্যবহার করলে ক্রেডিট স্কোর বাড়ে, যা পরবর্তীতে কম সুদে সহজে লোন নিতে সাহায্য করে।


১২) রুপে ভ্যারিয়েন্ট ক্রেডিট কার্ডে ইউপিআই পেমেন্ট এর সুবিধা পাওয়া যায়।


ক্রেডিট কার্ডের অসুবিধা কি কি?
(Disadvantage Of Credit Card)

১) বেশিরভাগ ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য জয়েনিং ফি ও অ্যানুয়াল ফি দিতে হয়।


২) এই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে যা টাকা খরচ করেছেন, সেই টাকা পরের মাসের ১৫ তারিখের মধ্যে দিতে না পারলে ব্যাংক লেট ফি ও ৪০% থেকে ৫০% পর্যন্ত সুদ চার্জ করে। যে দিন ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা খরচ করেছেন সেই দিন থেকে সুদ চার্জ করে। ব্যাংক সব সময় অপেক্ষায় থাকে, আপনি সময়মতো টাকা ফেরত দিতে না পারলে অতিরিক্ত চার্জ নেওয়ার জন্য।


৩) ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত বেশি খরচ হয়ে যায়।


৪) ক্রেডিট কার্ডের লিমিটের ৩০% বেশি খরচ করলে ক্রেডিট স্কোর কম হয়। এর ফলে পরবর্তীতে লোন নিতে অসুবিধা হয়।


৫) ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তুললে অতিরিক্ত চার্জ নেয় ব্যাংক।


৬) ক্রেডিট কার্ডের মাধ্যমে পেট্রোল পাম্পে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দিতে হয়। কিছু কিছু ক্রেডিট কার্ডে চার্জ নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।


৭) ক্রেডিট কার্ডের মাধ্যমে রেলের টিকিট বুকিং করলে অতিরিক্ত চার্জ দিতে হয়।


৮) ক্রেডিট কার্ডের মাধ্যমে রেন্ট পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দিতে হয়।


৯) ব্যাংক ছাড়া অন্য কেউ ক্রেডিট কার্ড দিতে পারে না।


১০) অফলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য সব জায়গায় মেশিন থাকে না।


১) অনেক ক্রেডিট কার্ডে হিডেন চার্জেস থাকে।


২) ব্যাংক ক্রেডিট কার্ড সবাইকে দেয় না।

Post a Comment

أحدث أقدم