Cibil Score

 সিবিল স্কোর খুবই গুরুত্বপূর্ণ। লোন ও ক্রেডিট কার্ড নেয়ার সময় ব্যাঙ্ক, লোন কোম্পানি সিবিল স্কোর চেক করে। সিবিল একটি কোম্পানির নাম, কোম্পানির পুরো নাম ট্রান্স ইউনিয়ন সিবিল। সিবিল প্রত্যেক ব্যক্তিকে তিন সংখ্যার ৩০০ থেকে ৯০০ পর্যন্ত স্কোর দেয়, এই স্কোরকে সিবিল স্কোর বলা হয়। ভারতে এই রকম চারটি কোম্পানি স্কোর দেয়। কিন্তু অন্য তিন কোম্পানিকে গুরুত্ব দেয়া হয় না। মিনিমাম ৭৫০ এর বেশি স্কোর হলে লোন পাওয়ার চান্স থাকে। যত বেশি সিবিল স্কোর থাকবে তত‌ই লোন ও ক্রেডিট কার্ড নিতে সুবিধা হয়। সিবিল কত টাকা লোন ও ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কোথায় কোথায় আবেদন করেছেন ও কবে কত টাকার লোন নিয়েছেন আর সময়মতো রিটার্ন করেছো কিনা সব রেকর্ড থাকে। ব্যাঙ্ক ও কোম্পানি সিবিলে ঠিকমতো আপডেট করেছে কিনা জানার জন্য সিবিল চেক করা প্রয়োজন। ঠিকমতো সিবিলে আপডেট না হলে সিবিল স্কোর খারাপ হবে, সিবিল স্কোর খারাপ হলে লোন ও ক্রেডিট কার্ড নিতে অসুবিধা হয়। সিবিলের অফিসিয়াল ওয়েবসাইটে স্কোর চেক করার জন্য মাসে ৫৫০ টাকা, ছয়মাসে ৮০০ টাকা ও এক বছরের জন্য ১২০০ টাকা দিয়ে মেম্বারশিপ নিলে তবেই চেক করা যায়। 


৩০০ থেকে ৬৩০ খুব খারাপ স্কোর, ৬৩১ থেকে ৭০৫ খারাপ স্কোর, ৭০৬ থেকে ৭৭৯ ভালো স্কোর, ৭৮০ থেকে ৯০০ খুব ভালো স্কোর।


কিভাবে বিনামূল্যে সিবিল স্কোর চেক করা যাবে?


বিনামূল্যে কিছু কোম্পানি সিবিল স্কোর চেক করতে দেয়। পেটিএম এপ, জিপে এপ, ফ্রিচার্জ এপ, অ্যামাজন এপ, ওয়ান স্কোর ইত্যাদি এপসে গিয়ে বিনামূল্যে সিবিল স্কোর চেক করা যায়। এই এপসে গিয়ে ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর চেক অপশন আছে, সেইখানে প্যান কার্ড নাম্বার দিয়ে চেক করা যায়। এই এপস গুলোতে মাসে একবার করে চেক করা যায়। এই এপস গুলোতে সিবিল স্কোর চেক করলে লোন ও ক্রেডিট কার্ড কোম্পানির ঘন ঘন কল আসবে, কেননা এই এপস গুলি বিনামূল্যে সিবিল স্কোর চেক করিয়ে সেই তথ্য ব্যাঙ্ক ও লোন কোম্পানিকে বিক্রি করে দেয়। এটা আপনার ওপর নির্ভর করে আপনি বিনামূল্যে সিবিল স্কোর চেক করে লোন ও ক্রেডিট কার্ড কোম্পানির কল নিতে চান নাকি, টাকা দিয়ে মেম্বারশিপ নিয়ে সিবিলের অফিসিয়াল ওয়েবসাইটে স্কোর চেক করবেন।

Post a Comment

أحدث أقدم