How to earn money instagram



ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা সহজ নয়। ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার জন্য জনপ্রিয় হতে হবে ও অনেক ফলোয়ার লাগবে। ইনস্টাগ্রামে জনপ্রিয় হওয়া সহজ কিন্তু টাকা ইনকাম করা সহজ নয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক রাখতে হবে, প্রাইভেট অ্যাকাউন্ট করলে হবে না।

কি কি উপায়ে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়?


১) ব্রান্ড প্রমোশন ও কোলাব্রেশন : 

ইনস্টাগ্রামে অনেক জনপ্রিয় হলে ও অনেক ফলোয়ার থাকলে, আর ভিডিওতে অনেক ভিউ হলে ব্রান্ড কোলাব্রেশনের জন্য অফার করে। ব্রান্ড সাথে কোলাব্রেশন করে ব্রান্ডের প্রডাক্ট প্রমোশন করে অনেক টাকা চার্জ করতে পারবে। 

২) অ্যাফিলিয়েট মার্কেটিং : 

জনপ্রিয় হলে ও ভিডিওতে অনেক ভিউ আসলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো ইত্যাদি ওয়েবসাইট এর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানিয়ে প্রডাক্ট এর লিঙ্ক বায়োতে দিয়ে ভিডিওতে ফলোয়ারদের কিনতে বলবে। সেই লিঙ্ক দিয়ে যদি কেউ কিছু কিনে ১০% পর্যন্ত কমিশন পাবেন। যেমন ১০০০ টাকার কেউ কিছু কিনলে ১০০ টাকা পর্যন্ত পাবেন।

৩) মার্চানডাইস : 

অনেক জনপ্রিয় পেলে নিজের অনেক প্রডাক্ট বিক্রি করতে পারবে। প্রথমে প্রডাক্ট এর ভিডিও বানাবেন আর কেনার জন্য অনুরোধ করে , প্রডাক্ট বিক্রি করতে পারবেন। প্রডাক্ট অনেক রকম হতে পারে যেমন জামাকাপড়, মগ, বিউটি প্রডাক্ট, ব‌ই, হাতে আঁকা ছবি, অনলাইন কোর্স ইত্যাদি বিক্রি করতে পারবেন।

৪) ভিডিও এডিটিং :

 যদি ভালো রিল ভিডিও এডিটিং করতে পারেন, তবে রিল ভিডিওর ডেমো ভিডিও আপলোড করো। তারপর অন্যান্য ক্রেটোরদের সাথে যোগাযোগ করে বলো তাদের রিল ভিডিও এডিটিং করে দিবেন আর ডেমো ভিডিও তাদেরকে দেখাও। পছন্দ হলে টাকা নিয়ে তাদের রিল ভিডিও এডিটিং করে দিবেন।

ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট ইনকাম করার সুবিধা নেই। তাই ইত্যাদি উপায়ে টাকা ইনকাম করা যায়। ইনস্টাগ্রাম থেকে এইসব উপায়ে টাকা ইনকাম করার জন্য আগে জনপ্রিয় হতে হবে, এর জন্য রেগুলার ভিডিও আপলোড করতে হবে ও সময় দিতে হবে।

Post a Comment

أحدث أقدم