এই আর্টিকেলটি পড়তে আসছেন তার মানে হচ্ছে আপনি আগে থেকেই ক্রেডিট কার্ড কি সেই সম্বন্ধে জানেন।। ক্রেডিট কার্ড কিভাবে ইনকাম প্রুফ ছাড়াই পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
কিভাবে ক্রেডিট কার্ড পাবেন ইনকাম প্রুফ ছাড়াই?
(How to get credit card without income proof Or Salary Slip)
ইনকাম প্রুফ ছাড়াই অনেকেই ক্রেডিট কার্ড পেয়েছে, আপনিও পাবেন এই পদ্ধতি গুলি মধ্যে অবলম্বন করলেই ক্রেডিট কার্ড পেয়ে যাবেন।
১. ইনকাম ছাড়াই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বেসরকারি ব্যাংকে একাউন্ট খুলতে হবে। যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক , কোটাক ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাংকে একাউন্ট যদি না থাকে এইসব ব্যাংকে একাউন্ট খুলতে হবে। যদি আগে থেকে একাউন্ট থাকে তাহলে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। এইসব ব্যাংকে একাউন্ট খোলার পর মিনিমাম ৪০ হাজার টাকা মেইন্টেন করতে হবে। যত বেশি টাকা মেইনটেইন করবে ততই তাড়াতাড়ি ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা বেশি। এইসব ব্যাংকে ইনকাম প্রুফ ছাড়াই অ্যাকাউন্টে যদি মিনিমাম ৪০ হাজার টাকা মেইনটেইন করতে পারেন তাহলে ৬ মাস পর থেকে কোন ইনকাম ছাড়াই ক্রেডিট কার্ডের অফার পেয়ে যাবেন। অ্যাকাউন্ট ভালোভাবে মেনটেন করলেই ক্রেডিট কার্ড পেয়ে যাবেন তার কোন গ্যারান্টি নেই কিন্তু অনেকে এইভাবে ক্রেডিট কার্ড পেয়েছে। ৫০% চান্স থাকে এইভাবে ক্রেডিট কার্ড পাওয়া।
২. অ্যাকাউন্ট ভালোভাবে মেনটেইন করে যদি কোন ক্রেডিট কার্ড না পান তাহলে ফিক্সড ডিপোজিট করতে হবে। মিনিমাম ৩০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। তারপর সেই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে ক্রেডিট কার্ড এপ্লাই করতে পারেন। এইভাবে ক্রেডিট করে এপ্লাই করলে ১০০% ক্রেডিট করে পাবেন। ফিক্সড ডিপোজিট যত টাকার করবেন তার ৭০ থেকে ৯০% ক্রেডিট কার্ড লিমিট পাবেন। মিনিমাম ছয় মাসের মত এই ফিক্সড ডিপোজিট ক্রেডিট কার্ড ব্যবহার করে কার্ড টু কার্ড ক্রেডিট কার্ড এপ্লাই করতে পারেন ব্যাংকে গিয়ে। এইভাবে এপ্লাই করলে ৯৯% চান্স থাকে ক্রেডিট কার্ড পাওয়ার।
৩. সিভিল স্কোর ভালো থাকলে ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা থাকে। মিনিমাম ৭৬০ এর বেশি সিভিল স্কোর থাকলে ক্রেডিট কার্ড এপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা থাকে। ৭৬০ এর বেশি সিভিল স্কোর করার জন্য লোন নিতে হবে আর সময় মতো পেমেন্ট করলে সিভিল স্কোর আস্তে আস্তে বাড়তে থাকবে। ৭৬০ এর বেশি সিভিল স্কোর হলে ক্রেডিট কার্ড পাওয়ার ২০% থেকে ৫০% চান্স থাকে ক্রেডিট কার্ড পাওয়ার। এছাড়া ফিক্স ডিপোজিট ক্রেডিট কার্ড নিয়েও সিভিল স্কোর বাড়াতে পারবে।
প্রধানত এই তিন ভাবে ইনকাম ছাড়াই ক্রেডিট কার্ড পাওয়া যায়। ইনকাম প্রুফ ছাড়া ক্রেডিট কার্ড পাওয়া সোজা নয়, আপনার ভাগ্য ভালো থাকলেই তবেই ইনকাম প্রুফ ছাড়া তাড়াতাড়ি ক্রেডিট কার্ড পাবেন। ইনকাম প্রুফ যদি না থাকে তাহলে ঘন ঘন ক্রেডিট কার্ড এপ্লাই করবেন না এতে করে সিভিল স্কোর খারাপ হবে।
إرسال تعليق