এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের এটিএম কার্ডের পিন দুই ভাবে বানানো যায়। এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করা যায়। এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের শাখা নেই কিন্তু বিসি এজেন্ট আছে। বিসি এজেন্ট এর সংখ্যা খুবই কম। এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট অনলাইনে ও বিসি এজেন্টের মাধ্যমে খোলা যায়। এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের এটিএম কার্ডের পিন বানাতে হলে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করতে হবে বা এনএসডিএল জিফি অ্যাপ ডাউনলোড করতে হবে।
কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে কিভাবে এটিএম কার্ডের পিন বানাবেন?
১) ০২২৬৯১৬০৫০০ এই নম্বরে ফোন করুন।
২) ভাষা নির্বাচন করুন।
৩) এটিএম পিন জেনারেট এর জন্য ১ টিপুন।
৪) ওটিপি পাওয়ার জন্য ২ টিপুন।
৫) রেজিস্টার মোবাইল নাম্বারে ৬ সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপি দিন।
৬) এটিএম কার্ডের লাস্টের ৪ টি নাম্বার।
৭) এটিএম কার্ডের ভ্যালিডিটি শেষের তারিখ দিন।
৮) এটিএম কার্ডের সিভিভি নাম্বার দিন। এটিএম কার্ডের পিছনে ৩ সংখ্যার নাম্বার থাকবে।
৯) আপনার পছন্দের চার সংখ্যার নতুন পিন দিন।
১০) আবার নতুন পিন দিন।
১১) সাকসেসফুল ভাবে এটিএম কার্ডের পিন সেট হয়ে যাবে।
এইভাবে নতুন এটিএম কার্ডের পিন ও পুরনো এটিএম কার্ডের পিন বানাতে পারবেন।
এনএসডিএল মোবাইল অ্যাপে কিভাবে এটিএম পিন বানাবেন?
১) এনএসডিএল জিফি অ্যাপ ডাউনলোড করুন।
২) অ্যাপ ওপেন করুন আর এমপিন দিয়ে লগইন করুন।
৩) কার্ডস অপশন ক্লিক করুন।
৪) ম্যানেজ কার্ড অপশন ক্লিক করুন।
৫) সেট কার্ড পিন অপশন ক্লিক করুন।
৬) এমপিন ক্লিক করুন।
৭) দুইবার পছন্দের নতুন এটিএম পিন দিয়ে কনফার্ম করুন।
৮) সাকসেসফুল ভাবে এটিএম কার্ডের পিন সেট হয়ে যাবে।
এইভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে এটিএম কার্ডের পিন বানাতে পারবেন।
إرسال تعليق