Pan card lost

আপনার বা আপনার পরিচিত মানুষের প্যান কার্ড হারিয়ে গেছে কিন্তু এখন দরকার পড়েছে খুজে পাচ্ছেন না এখন কি করবেন জানতে পুরো আর্টিকেলটি পড়ুন। প্রথমে জানতে হবে যে প্যান কার্ডের জেরক্স কপি বা মোবাইলে ফোটো আছে কিনা, যদি জেরক্স কপি বা মোবাইলে ফোটো আছে তাহলে নতুন প্যান কার্ড পাওয়ার জন্য অর্ডার করতে পারেন ৫০ টাকা দিয়ে। নতুন প্যান কার্ড অর্ডার করার জন্য প্যান কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার চালু থাকতে হবে। যদি নাম্বার চালু না থাকে তবে প্যান কারেকশন এর জন্য এপ্লাই করতে হবে নতুন নাম্বার দিয়ে। ইউটিউবে অনেক ভিডিও পাবে কিভাবে প্যানকার্ড সংশোধন করতে হয়। নিজে যদি সংশোধন এর জন্য অ্যাপ্লাই করতে না পারো তবে যে জানে অথবা প্যান কার্ড অ্যাজেন্টকে দিয়ে করাতে পারে।
         যদি প্যান কার্ড এর জেরক্স কপি ও মোবাইলে ফোটো না থাকে বা প্যান কার্ড নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে প্যান কার্ড পাওয়ার প্রসেস একটু লম্বা। 1800-180-1961 এই নাম্বারে কল করে প্যান কার্ড নম্বর জানতে হবে। এটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এর নাম্বার। কল করে প্যান কার্ড নাম্বার জানতে হবে। কল করলে জানতে চাইবে নাম বয়স, ঠিক ঠিক বলতে হবে বানান ও জন্মতারিখ মিল হলে তারপর আঁধার কার্ড নাম্বার ঠিকানা জানতে চাইবে সবকিছু ঠিক ঠিক বললে তারপর তারা প্যানকার্ড নাম্বার বলবে সেটি খাতায় লিখে রাখবে। এরপর NSDL অথবা UTI  পোর্টাল থেকে অর্ডার করবে। যদি জানা না থাকে কোন পোর্টাল থেকে তোমার প্যান কার্ড করা তাহলে দুটোই পোর্টালে ট্রাই করবে দিলে জানতে পারবে কোন পোর্টাল থেকে প্যানকার্ড করা।
      প্যান কার্ড হারিয়ে গেলে নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হবে না। সব সময় প্যান কার্ড যত্নে রাখবে আর জেরক্স কপি করে রাখতে হবে আর মোবাইলে ফোটো তুলে রাখলে যে কোনো দরকারের সময় পাবে।

Post a Comment

أحدث أقدم