এসবিআই ব্যাংক এর যদি এটিএম কার্ড থাকে আর এটিএম পিন তৈরি করতে চাও তাহলে এই পোস্টটি পড়লেই জানতে পারবে কিভাবে এসবিআই ব্যাংকের এটিএম পিন তৈরি করা হয়। এসবিআই ব্যাংক এর এটিএম কার্ডের পিন তৈরি করতে আপনার কাছাকাছি এসবিআই ব্যাংকের এটিএম মেশিনে যেতে হবে। অন্য ব্যাংকের এটিএম মেশিনে হবে না। এছাড়া যদি মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং আগে থেকে রেজিস্টার করা থাকে, তাহলে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বাড়িতে থেকেই এটিএম পিন তৈরি করতে পারবেন।
কিভাবে এটিএম মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের পিন তৈরি করবে?
এই পদ্ধতিতে এটিএম কার্ডের পিন তৈরি করার জন্য মোবাইল নাম্বার অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক থাকতে হবে। অ্যাকাউন্ট নাম্বার লাগবে পিন তৈরির সময়। নতুন পিন তৈরি ও পুরনো পিন চ্যাঞ্জ একই রকম পদ্ধতিতে হবে।
১) যে কোনো এসবিআই ব্যাংকের এটিএম মেশিনে যান।
২) এটিএম মেশিনে কার্ড ঢুকান।
৩) যতক্ষণ পর্যন্ত পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটিএম কার্ড বের করবেন না।
৪) ভাষা সিলেক্ট করুন।
৫) সেট পিন অপশন ক্লিক করুন।
৬) অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কারেক্ট অপশন ক্লিক করুন।
৭) রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসলে কন্টিনিউ করুন। ওটিপি না আসলে রিসেন্ড ওটিপি ক্লিক করুন।
৮) চার সংখ্যার ওটিপি দিয়ে কন্টিনিউ করুন।
৯) আপনার পছন্দের নতুন পিন দিন।
১০) আবার সেই নতুন পিন দিন।
১১) আপনার এটিএম কার্ড বের করুন।
এইভাবে এটিএম মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের পিন তৈরি করতে পারবেন।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে এটিএম পিন তৈরি করবেন?
আগে থেকে মোবাইল ব্যাংকিং রেজিস্টার করা থাকলে তবেই এই পদ্ধতিতে এটিএম কার্ডের নতুন পিন তৈরি ও পুরনো পিন চ্যাঞ্জ করা যাবে।
১) য়োনো অ্যাপ ওপেন করুন।
২) এমপিন দিয়ে লগইন করুন।
৩) কার্ডস অপশন ক্লিক করুন।
৪) মাই ডেবিট কার্ড অপশন ক্লিক করুন।
৫) এক্টিভেট কার্ড অপশন ক্লিক করুন।
৬) ১৬ ডিজিটের এটিএম কার্ড নাম্বার দিয়ে নেক্সট করুন।
৭) ওটিপি দিয়ে সাবমিট করুন।
৮) গো টু রিলেশনশিপ ক্লিক করুন।
৯) সেট/রিসেট এটিএম পিন অপশন ক্লিক করুন।
১০) নতুন পিন দুইবার দিয়ে নেক্সট করুন।
১১) ওটিপি দিয়ে সাবমিট করুন।
১২) সাকসেসফুল ভাবে এটিএম পিন সেট হয়ে যাবে।
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে এটিএম কার্ডের পিন তৈরি করবেন?
ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং হচ্ছে এক। মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকের ব্যবহারকে মোবাইল ব্যাংকিং বলে আর ওয়েবসাইটের মাধ্যমে ব্যাংকের ব্যবহারকে ইন্টারনেট ব্যাংকিং বলে। আগে থেকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার করা থাকলে তবেই এটিএম কার্ডের পিন তৈরি করা যাবে।
১) এসবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
২) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩) ওটিপি দিয়ে সাবমিট করুন।
৪) ই সার্ভিসেস অপশন ক্লিক করুন।
৫) ডেবিট কার্ড সার্ভিসেস অপশন ক্লিক করুন।
৬) এটিএম কাম ডেবিট কার্ড অপশন ক্লিক করুন।
৭) নতুন এটিএম পিন সেট এর জন্য এক্টিভেশন ডেবিট কার্ড অপশন ক্লিক করুন।
৮) পুরনো এটিএম কার্ডের পিন পরিবর্তনের জন্য এটিএম পিন জেনারেশন অপশন ক্লিক করুন।
৯) এক্টিভেশন ডেবিট কার্ড অপশনে ক্লিক করার পর ১৬ ডিজিটের এটিএম কার্ডের নাম্বার দুইবার দিয়ে এক্টিভেট অপশন ক্লিক করুন।
১০) কনফার্ম অপশন ক্লিক করুন।
১১) ওটিপি দিয়ে আবার কনফার্ম অপশন ক্লিক করুন।
১২) রিটার্ন টু এটিএম সার্ভিসেস পেজ অপশন ক্লিক করুন।
১৩) ই সার্ভিসেস অপশন ক্লিক করুন।
১৪) ডেবিট কার্ড সার্ভিসেস অপশন ক্লিক করুন।
১৫) এটিএম কাম ডেবিট কার্ড অপশন ক্লিক করুন।
১৬) এটিএম পিন জেনারেশন অপশন ক্লিক করুন।
১৭) ওয়ান টাইম পাসওয়ার্ড ও ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড এর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করুন।
১৮) ওয়ান টাইম পাসওয়ার্ড এ ক্লিক করলে ওটিপি দিয়ে সাবমিট করুন। আর ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড এ ক্লিক করলে প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন।
১৯) কন্টিনিউ অপশন ক্লিক করুন।
২০) এটিএম কার্ড নাম্বার সিলেক্ট করে সাবমিট করুন।
২১) নতুন এটিএম পিন দুইবার দিয়ে সাবমিট করুন।
২২) নতুন এটিএম কার্ড পিন সাকসেসফুল ভাবে সেট হয়ে যাবে।
এইভাবে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে এটিএম পিন তৈরি করতে পারবেন।
إرسال تعليق