Aadhar card

আধার কার্ড এখন খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আধার কার্ড প্রায় সব জায়গাতেই লাগে। আধার কার্ড ছাড়া কোনো কাজ হয়না, তাই আধার কার্ড হারিয়ে গেলে সমস্যায় পড়তে হয়। একজন ব্যক্তির আধার নম্বর একটাই। আধার কার্ড হারিয়ে গেলে কিভাবে নতুন আধার কার্ড পাবেন সেই বিষয়ে আলোচনা করা হলো। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যদি এখনো লিঙ্ক করেননি তাহলে করে নিন ভবিষ্যতে আধার কার্ড হারিয়ে গেলে সহজেই পাবেন।

আধার কার্ড হারিয়ে গেলে কিভাবে নতুন আধার কার্ড পাবেন?

১) আপনার আধার কার্ড হারিয়ে গেছে কিন্তু আধার কার্ডের জেরক্স কপি বা মোবাইলে আধার কার্ডের ফোটো তোলা আছে বা আধার কার্ডের নাম্বার মুখস্থ আছে বা আধার কার্ড করার সময় যে রসিদ কপি দিয়েছিল সেটি থাকলে আধার কার্ডের ওয়েবসাইট থেকে পিভিসি আধার কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। মোবাইল লিঙ্ক থাকলে বা লিঙ্ক না থাকলেও নতুন পিভিসি আধার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। নতুন পিভিসি আধার কার্ড অ্যাপ্লাই করার জন্য ৫০ টাকা ফি লাগবে। পিভিসি আধার কার্ড ১৫ থেকে ২০ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানাতে পৌঁছে দেওয়া হয়। মোবাইল নাম্বার চেঞ্জ বা লিঙ্ক করতে পারবেন আপনার কাছাকাছি পোস্ট অফিসে বা আধার সেন্টারে ৫০ টাকা দিয়ে।



২) আপনার আধার কার্ড হারিয়ে গেছে আর আধার কার্ডের জেরক্স কপি নেই, মোবাইলে ফোটো তোলা নেই, আধার কার্ড করার সময় যে রসিদ কপি দিয়েছিল সেটি নেই, আধার কার্ডের নাম্বার মুখস্থ নেই কিন্তু মোবাইল বা ইমেইল আইডি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। এক্ষেত্রে আধার কার্ডের ওয়েবসাইট গিয়ে রিট্রিভ আধার কার্ড অপশনে যান। এরপর নাম, মোবাইল নাম্বার বা ইমেইল আইডি, ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি অপশন ক্লিক করুন। মোবাইল বা ইমেইল আইডিতে যে ওটিপি কোড আসবে সেটি দিয়ে সাবমিট করলে মোবাইল নাম্বারে বা ইমেইল আইডিতে আধার নম্বর পাবেন। এরপর এই আধার কার্ডের নাম্বার দিয়ে নতুন পিভিসি আধার কার্ড ৫০ টাকা দিয়ে আবেদন করতে পারবেন আধারের ওয়েবসাইট থেকে।

৩) আপনার আধার কার্ড হারিয়েছে আর আপনার কাছে আধার কার্ডের কিছু নেই। আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিন্তু জানেন না কোন নাম্বার লিঙ্ক আছে বা মোবাইল নাম্বার বন্ধ হয়ে গেছে। অথবা মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এক্ষেত্রে আপনাকে আপনার কাছাকাছি আধার সেন্টারে যেতে হবে। সঙ্গে অন্যান্য ডকুমেন্টস যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট ইত্যাদি নিয়ে যাবেন। আধার অপারেটর কে সমস্যার কথা বললে আধার কার্ডের প্রিন্ট কপি বের করে দিবে, এর জন্য ৩০ টাকা ফি নেবে। এরপর মোবাইল নাম্বার লিঙ্ক করতে বলুন। মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ৫০ টাকা ফি নেবে। মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেলে আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে পিভিসি আধার কার্ড আবেদন করুন ৫০ টাকা দিয়ে।

আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাই এটি যত্নে রাখুন। দরকার হলে জেরক্স কপি বা মোবাইলে ফোটো তুলে রাখুন। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে লিঙ্ক করুন। 

Post a Comment

أحدث أقدم